X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এই শরতে ঢাকার আশপাশে

নাফিসা তৃষা
৩১ আগস্ট ২০২১, ১০:০০আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১০:০০

আজি ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায়,

         লুকোচুরি খেলা,

নীল আকাশের কে ভাসালে,

     সাদা মেঘের ভেলা।

 

শরতের এই সময়টায় আকাশে তুলোর মতো ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা। প্রকৃতি বেশ নির্মল ও স্নিগ্ধতা নিয়ে চুপটি করে বসে থাকে। নদীর তীর তো বটেই পড়ে থাকা জমিনও ঢেকে যায় শ্বেতশুভ্র কাশফুলে। শরতের কাব্যগাথা যেন লেখা থাকে প্রকৃতির পরতে পরতে। দেখার চোখ যাদের আছে তারা মনেপ্রাণে চান আরও কিছুক্ষণ শরৎ না হয় থাকুক পাশে। ব্যস্ততায় খুব দূরে যাওয়ার সময় যাদের হয় না, তারা রাজধানীর আশপাশেই উপভোগ করুন শরৎ।

 

দিয়াবাড়ি

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি কাশবনের জন্যই জনপ্রিয়। হাতের নাগালে হওয়ায় শরতে শহরের তরুণ-তরুণীদের ভালোই সমাগম হয় এখানটায়। ঘটা করে তোলা হয় ছবি। এসব দেখে বেরসিকরা কোঁচকাতে পারেন ভ্রু। তবু শশব্যস্ত শহরে নিরিবিলি দুদণ্ড কাশবনে হারাতে দিয়াবাড়ি যেতেই হবে। আর খুব ভোরে রওনা দিতে পারলে বেশ হয়। কারণ ফিরতে হবে দিনের আলো থাকতেই।

কাশফুল ১

কেরানীগঞ্জ

কেরানীগঞ্জের হযরতপুরের কালিগঙ্গা নদীর তীরে ও শরত মৌসুমে কাশফুলের সমোরহ ফুটে ওঠে। বসিলা সেতু পার হয়ে কিছুটা এগোলে হযরতপুর। খেয়া নৌকায় নদী পার হলে দেখা মিলবে কাশবনের।

কাশফুল ২

মোহাম্মদপুর বেড়িবাঁধ

বুড়িগঙ্গার তীর ঘেঁষে মোহাম্মদপুর বেড়িবাঁধেও বসে শরতের আড্ডা। এ ছাড়া বসিলা সড়ক ধরে এগিয়ে ওয়াশপুরের বিভিন্ন ফাঁকা জমিতেও গ্রামের আবহে কাশের সমারোহ দেখা যায়।

 

মায়াদ্বীপ

এই শরতে খুব সহজে ঘুরে আসতে পারেন নারায়ণগঞ্জের সোনার গাঁয়ের বারদী ইউনিয়নের নুনেরটেক গ্রামের মায়াদ্বীপ থেকে। মেঘনার বুক চিরে জেগে অপূর্ব এক দ্বীপ। ঈশা খাঁ যেখানে একসময় বাংলার রাজধানী স্থাপন করেছিলেন- সেখান থেকে নদীপথে চার কিলোমিটার দূরে এ মায়াদ্বীপ।

স্থানীয় বাসিন্দাদের কাছে নুনেরটেক নামেও পরিচিত। মেঘনার বুকে কাশফুলের মায়া ছড়িয়ে থাকে শরৎজুড়ে। এই দ্বীপে কাশফুল ছাড়াও আছে প্রকৃতির সান্নিধ্যে হেঁটে বেড়ানোর অবকাশ। পরিচিত হতে পারবেন স্থানীয়দের জীবনযাত্রার সঙ্গে। রাজধানীর গুলিস্তান থেকে বাসে চড়ে বৈদ্যের বাজার হয়ে মেঘনার ঘাট থেকে ইঞ্জিন নৌকা ভাড়া করে মায়াদ্বীপ যাওয়া যায়।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা