X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ছবি মেলা ৯-এর বর্ণাঢ্য উদ্বোধন

সাদ্দিফ অভি
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ০০:২৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ০০:৩৬

ছবি মেলার র‍্যালি এশিয়ার সর্ববৃহৎ আলোকচিত্র উৎসব ছবি মেলার নবম আয়োজন শুরু হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ‘ছবি মেলা ৯’-এর উদ্বোধনকরেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এর আগে জাতীয় প্রেসক্লাব থেকে একটি র‌্যালি বের হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর বলেন, ‘ছবিমেলার সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত হয়েছে। শিল্পের নানা ক্ষেত্রে আমরা কাজ করার মধ্য দিয়ে একটি লক্ষ্যে পৌঁছাতে চাই। আর সেটা হলো একটি মানবিক সমাজ গড়ে তোলা।আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিকে লালন করে সেটাকে আরও বিকশিত করতে চাই। আমি প্রায়ই বলি, দেশে এখন পরীক্ষার্থীর সংখ্যা বেশি, শিক্ষার্থীর সংখ্যা কম। এই সংকট থেকে উত্তরণে আমাদের জীবনকে সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত করতে হবে।’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যের প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লজি ওয়েলস ও ইরানের আলোকচিত্রি হেঙ্গামেহ গোলেস্তাঁ। এসময় স্বাগত বক্তব্য রাখেন উৎসবের পরিচালক ড. শহিদুল আলম।

উদ্বোধনের মঞ্চে অতিথিরা

এবারের ছবিমেলার বিষয় ‘অবস্থান্তর’। এবারের ছবিমেলার আয়োজনের মূল প্রদর্শনীস্থল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। পাশাপাশি পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিং, বুলবুল ললিতকলা একাডেমি ও নর্থব্রুক হলেও রাখা হয়েছে আলোকচিত্রের প্রদর্শনী। পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট থাকছে ছবিমেলার শিক্ষাবিষয়ক ভেন্যু হিসেবে। এখানে অনুষ্ঠিত হবে কর্মশালা ও পোর্টফোলিও রিভিউয়ের মতো আয়োজন।

আয়োজক সূত্রে জানা গেছে, ‘অবস্থান্তর’ বিষয়কে কেন্দ্র করে ১৬টি দেশের ২৭ জন শিল্পীর ৩১টি প্রদর্শনী থাকবেএবারের ছবিমেলায়। এবারের কর্মসূচির মধ্যে আছে ৩১টি প্রর্দশনী, ৫টি র্কমশালা, দুই দিনব্যাপী পোর্টফোলিও রিভিউ। পাশাপাশি রয়েছে আর্টিস্ট টক, প্যানেল ডিসকাশন ও প্রেজেন্টেশন।

এবারের ছবিমেলার আয়োজন দৃক ও পাঠশালা। এর পৃষ্ঠপোষকতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এর প্রিমিয়াম সহযোগী বাংলাদেশ শিল্পকলা একাডেমি; সহযোগী বার্জার ও গ্যেটে ইনস্টিটিউট; সহযোগী পার্টনার এশিয়া-ইউরোপ ফাউন্ডেশন, ব্রিটিশ কাউন্সিল, জেমকন গ্রুপ, ইএমকে সেন্টার, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও নভো এয়ার।

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা