X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

খাদি সম্ভারে ঝলমলে ফ্যাশন মঞ্চ

হাসনাত নাঈম
০৪ নভেম্বর ২০১৭, ১৪:১৩আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ১৪:২৬

খাদি সম্ভারে ঝলমলে ফ্যাশন মঞ্চ বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক খাদি কাপড়। আর এই খাদি কাপড়ের বিশেষ প্রর্দশন নিয়ে ঢাকায় চলছে ট্রেসেমে নিবেদনে এবং ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের আয়োজনে 'এফডিসিবি প্রেজেন্টস ট্রেসেমে খাদি- দ্য ফিউচার ফ্যাব্রিক শো ২০১৭'।

সন্ধ্যা ৭টার সময় অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশী ডিজাইনার শৈবাল সাহার করা প্রায় ১০টি ডিজাইন নিয়ে। খাদি কাপড়ের উপর বাহারি রকমের ডিজাইন করা পোশাক পরে মডেলরা হাটেঁন র‌্যাম্পে। এরপর একে একে মঞ্চে আসেন মাহিন খান, এমদাদ হক, মারিয়া ইসলাম, সারা করিম, ফারাহ দিবা, চিমমি চদেন (ভুটান)। প্রত্যেক ডিজাইনারের নকশা করা খাদি কাপড় নিয়ে মঞ্চে ওঠেন মডেলরা।  প্রত্যেকেই তাদের ডিজাইনে ফুটিয়ে তোলেন তাদের কাজের নৈপুণ্যতা। চিমমি চাদেন তার দেশীয় সংস্কৃতি বজায় রেখে আকর্ষণীয় ডিজাইন নিয়ে হাজির হন মঞ্চে। খাদি সম্ভারে ঝলমলে ফ্যাশন মঞ্চ

ডিজাইনার এমদাদ হক নিজেও মঞ্চে উঠে আসেন খাদি পোশাক পোশাক ও চাদর পরে। জানান তার খাদি নিয়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা।

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় শুক্রবার সন্ধ্যায় দেশের সবচেয়ে বড় এই ফ্যাশন ইভেন্ট অনুষ্ঠিত হয়। এবার নিয়ে ইভেন্টটি তৃতীয়বার অনুষ্ঠিত হয়। দু'দিনের ইভেন্টের আজ শনিবার শেষ দিন। খাদি সম্ভারে ঝলমলে ফ্যাশন মঞ্চ

দ্য ফিউচার ফ্যাব্রিক শো ২০১৭ তে এবার ১৯ জন বাংলাদেশী এবং ৭ জন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার অংশগ্রহণ করেছেন। ইভেন্টে অংশ নেওয়া বাংলাদেশী ডিজাইনাররা হলেন মাহিন খান, কুহু, এমদাদ হক, চন্দনা দেওয়ান, শৈবাল সাহা, বিপ্লব সাহা, লিপি খন্দকার, মারিয়া ইসলাম, ফারাহ আনজুম বারী, শাহরুখ আমিন, নওশিন খায়ের, তেনজিং চাকমা, আফসানা ফেরদৌসি, রাকা, ফাইজা আহম্মেদ, রিমা, সারা করিম, ফারা দিবা এবং রুপু শামস্। আন্তর্জাতিক ডিজাইনারদের মধ্যে অংশ নিয়েছেন রসনা শ্রেষ্ঠ (নেপাল), জ্যাকলিন ফং (মালয়েশিয়া), নীলান হারাসগামা (শ্রীলঙ্কা), চিমমি চদেন (ভুটান), সুকীজিত দাংচাই (থাইল্যান্ড), হিমাংশু শনি (ভারত) এবং সৌমিত্র মন্ডল (ভারত)। ডিজাইনাররা খাদি কাপড়ে মর্ডান ট্রেন্ডস এবং ফ্যাশন স্টেটমেন্ট যোগ করে অসাধারণ সব কাজ তুলে ধরেছেন  এই ইভেন্টে। তাদের ডিজাইন করা পোষাকেই ইভেন্টের গ্র্যান্ড ফ্যাশন শো তে র‌্যাম্পে হেঁটেছেন মডেলরা। খাদি সম্ভারে ঝলমলে ফ্যাশন মঞ্চ

'এফডিসিবি প্রেজেন্টস ট্রেসেমে খাদি - দ্য ফিউচার ফ্যাব্রিক শো ২০১৭' এর টাইটেল স্পন্সর ছিলো ট্রেসেমে। অনুষ্ঠান আয়োজনের সহযোগিতায় ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এছাড়াও সার্বিক সহায়তায় ছিল বেঙ্গল গ্রুপ, ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, সেনোরা। টেকনোলজি পার্টনার ছিলো মাইক্রোসফট এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল মাছরাঙা টেলিভিশন, রেডিও স্বাধীন, ক্যানভাস ও ফোরথট পিআর। এছাড়াও হসপিটালিটি পার্টনার হিসেবে কাজ করেছে দ্য ওয়ে ঢাকা।

ছবি: সাজ্জাদ হোসেন। 

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সা চায় শিরোপার দৌড়ে ফিরতে, আরও কাছে যাওয়ার বাসনা রিয়ালের
এল ক্লাসিকোবার্সা চায় শিরোপার দৌড়ে ফিরতে, আরও কাছে যাওয়ার বাসনা রিয়ালের
উপজেলা নির্বাচন নিয়ে যুবলীগ নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
উপজেলা নির্বাচন নিয়ে যুবলীগ নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর