X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
জামালপুরের হস্তশিল্প

ঈদে একশ' কোটি টাকার পোশাক বিক্রি!

জামালপুর প্রতিনিধি
১১ জুন ২০১৮, ১৭:৫৮আপডেট : ১১ জুন ২০১৮, ১৮:০৭
image

জামালপুরের নারীদের হাতে তৈরি নকশিকাঁথা, শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবিসহ নানা ধরনের নকশি পণ্যের সুনাম রয়েছে দেশে ও বিদেশে। ঈদকে সামনে রেখে এসব পণ্যের চাহিদাও বেড়ে গেছে অনেক। ঈদে নকশি পণ্যের বিপুল চাহিদা মেটাতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন জামালপুরের সূচিশিল্পীরা।
নারীরা সুঁই-সুতা দিয়ে নানা নকশায় ফুটিয়ে তুলছেন নকশিকাঁথা, বেড কভার, শাড়ি, ফতুয়া, পাঞ্জাবি, সালোয়ার-কামিজসহ নানা ধরনের সূচিপণ্য। মানের দিক থেকে উন্নত এখানকার নকশি সূচিপণ্য ঢাকাসহ দেশের সব বড় বড় শহরে চলে যায়।

পোশাক নকশা করছেন নারীরা
সদর উপজেলার নান্দিনা, নরুন্দী, লাহিড়ীকান্দা, শরিফপুর, গোপালপুর, ঘোরাধাপ ইউনিয়ন এবং জেলার মেলান্দহ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ উপজেলায় বিভিন্ন এলাকায় বাড়িতে বসে কাজ করছেন মেয়েরা। অনেক ছাত্রীও ঈদের আগে বাড়তি উপার্জনের জন্য হাতে তুলে নিয়েছেন সুঁই-সুতা।

জামালপুর শহরের দেওয়ানপাড়া এলাকার শাপলা বেগম, পৌরসভার পাথালিয়া ফুলবাড়িয়া এলাকার রিমা আক্তার, নরুন্দি গ্রামের দিলরুবা বেগম,  লাহিড়ীকান্দা গ্রামের নাজনীন আক্তার, গোপালপুর গ্রামের শিল্পী বেগমের সঙ্গে কথা বলে জানা গেল,  এবার ঈদে দেশের বড় বড় শহরগুলোতে তাদের তৈরি নতুন ডিজাইনের নকশিকাঁথা, বেড কভার, শাড়ি, লেহেঙ্গা, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ ও ফতুয়া বিক্রি হচ্ছে।

ঈদে একশ' কোটি টাকার পোশাক বিক্রি!

জামালপুর শহরের আমলাপাড়াস্থ পৌরসভা গেইটের সন্মুখে ত্রিশিরা বুটিক এর প্রোপাইটার মাকসোদা আক্তার রীতা, শহরের বকুলতলার প্রজাপতি ফ্যাশন এর প্রোপাইটার আবুল কালাম, শহরের ঢাকাইয়া পট্টি এলাকার দিপ্ত কুটির এর প্রোপাইটার অঞ্জনা বেগম, কলেজ রোড এলাকার জীবিকা হস্তশিল্পের প্রোপাইটার মাছুদ মিয়া জানান, সুতা ও কাপড়ের দাম বেড়ে যাওয়ায় এবার উৎপাদন খরচ বাড়লেও তারা চেষ্টা করছেন পোশাকের দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখার।

ত্রিশিরা বুটিক এর প্রোপাইটার মাকসোদা আক্তার রীতা আরও জানান, এবার জামালপুরে নকশিকাঁথা বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ টাকা থেকে ৪ হাজার ৫০০ টাকায়। শাড়ি ১ হাজার ৫০০ টাকা থেকে ১২ হাজার টাকায়, সুতি পাঞ্জাবি ৬০০ টাকা থেকে ২ হাজার টাকা এবং সিল্কের পাঞ্জাবি ৩ হাজার থেকে থেকে ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।  থ্রি পিসের দাম ৮৫০ থেকে শুরু হয়ে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত।  

জামালপুর জেলা হস্তশিল্প ব্যবসায়ী সমিতির সভাপতি শাহিনুর আলম বলেন, জামালপুরের নকশি পণ্যের মান ভালো হওয়ায় এর সুনাম এখন দেশজুড়ে। এবারের ঈদে জামালপুর জেলার হস্তশিল্পের পোশাক অতীতের সব রেকর্ড ভেঙ্গে ফেলবে বলে ধারণা করছেন তিনি। ঈদে প্রায় একশত কোটি টাকার পণ্য বিক্রি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!