X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিবের পার্লার

লাইফস্টাইল ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৮, ১৮:০০আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২০:১৫
image

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব ইতোমধ্যেই ভারতের ৯২টি শহরে প্রতিষ্ঠিত করেছেন ৮০০টির বেশি বিউটি পার্লার। এবার ‘ম্যাজিক মিরর’ এর সঙ্গে তিনি বাংলাদেশে শুরু করলেন তার পার্লার। গুলশান দুই-এ ‘জাভেদ হাবিব হেয়ার অ্যান্ড বিউটি’ পথচলা শুরু করেছে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর)।

বাংলাদেশে হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিবের পার্লার
রিবন কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাভেদ হাবিব। এসময় তিনি বলেন, ‘মানুষের সৌন্দর্য থাকে তার ভেতরে আর ফ্যাশন কেবলমাত্র তার বহিঃপ্রকাশ ঘটায়। চুলের ফ্যাশন একজন মানুষের ব্যক্তিত্বকে তুলে ধরে। ফলে দিনে দিনে বিশ্বব্যাপী হেয়ার স্টাইলিং এর গুরুত্ব বাড়ছে। সেই সঙ্গে জীবনযাপন পদ্ধতি, খাদ্যাভ্যাস এবং আবাহাওয়াগত কারণে চুল পড়া, ক্ষয়ে যাওয়া ও অকালপক্কতাসহ নানবিধ সমস্যার মুখমুখি হতে হয়। সুতরাং হেয়ার স্টাইলের পাশাপাশি চুলের স্বাস্থ্যগত পরিচর্যা এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ম্যাজিক মিররের চেয়ারম্যান জাকের আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, ‘সৌন্দর্যের বৃদ্ধির পাশাপাশি চুল নিয়ে নানা সমস্যার কথা আমরা শুনি। এটি এখন শুধু স্টাইলের বিষয় নয়। এটি একটি স্বাস্থ্যগত ব্যাপারও বটে। এ জন্য প্রয়োজন বিজ্ঞানসম্মত ট্রিটমেন্ট এবং প্রশিক্ষিত এক্সপার্ট। জাভেদ হাবিব হেয়ার অ্যান্ড বিউটির এক্সপার্টরা প্রত্যেকেই জাভেদ হাবিব অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত।’  
‘ম্যাজিক মিরর’ পার্টনার ব্যবস্থাপনা পরিচালক রাকিব আহমেদ বলেন, ‘একটি বিউটি সেলুন প্রতিষ্ঠার চিন্তা আমাদের মাথায় হুট করে বা নিছক ব্যবসায়ী কারণে আসেনি। বাংলাদেশের ফ্যাশনপ্রেমীদের ক্রমবর্ধমান চাহিদার তুলনায় মানসম্মত সেলুনের অভাব রয়েছে। ম্যাজিক মিরর এই অভাবটি পূরণ করতে নিরলসভাবে কাজ করে যাবে।’
‘জাভেদ হাবিব হেয়ার অ্যান্ড বিউটি’ উদ্বোধনের কার্যক্রম হিসেবে ১৩ ও ১৪ ডিসেম্বর দুই দিনব্যাপী হেয়ার কাট ও মেহেদি ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। এ আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে ৪৯৯ টাকায় হেয়ার কাট ও ফ্রি মেহেদি উৎসব। এছাড়া পুরো ডিসেম্বর মাসজুড়ে থাকছে ২০ পারসেন্ট মূল্যছাড়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া