X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চলছে ‘সুইডিশ ড্যাডস অ্যান্ড বাংলাদেশি বাবা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

লাইফস্টাইল ডেস্ক
১০ মার্চ ২০১৯, ১৬:৪২আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৬:৫৪
image

বাবা মানেই ভরসার ছায়া। বাবার হাত ধরে হাঁটতে শেখা কিংবা একটি শিশুর বেড়ে ওঠার পেছনে বাবার ত্যাগ- এগুলো নিয়েই চলছে চিত্রকর্ম প্রদর্শনী।

চলছে ‘সুইডিশ ড্যাডস অ্যান্ড বাংলাদেশি বাবা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী   
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল আর্ট গ্যালারিতে ‘সুইডিশ ড্যাডস অ্যান্ড বাংলাদেশি বাবা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও প্যানেল আলোচনার আয়োজন করেছে ইউএন উইমেন বাংলাদেশ ও বাংলাদেশের সুইডেন দূতাবাস। বাংলাদেশি বাবাদের সন্তানের যত্ন নেওয়ার মূহূর্ত ও সুইডেনের জনপ্রিয় আলোকচিত্র শিল্পী জোহান বাভম্যানের তোলা ছবিগুলো আয়োজনে প্রদর্শিত হচ্ছে। একটি বিশেষ আয়োজনের মাধ্যমে বাংলাদেশিদের তোলা ছবিগুলো সংগ্রহ এবং নির্বাচন করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত শার্লটা স্লাইটার এবং ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ শোকো ইশিকাওয়ার উপস্থিতিতে গতকাল (৯ মার্চ) দুই দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করা হয়।   
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত শার্লটা স্লাইটার বলেন, ‘সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসার দিকটি তুলে ধরতেই প্রদর্শনীটি আয়োজন করা হয়েছে। আমার প্রত্যাশা, পুরুষরা বাবা এবং জীবনসঙ্গীর দায়িত্ব সঠিকভাবে অনুধাবন করবে যা লৈঙ্গিক সমতা নিশ্চিত করে সমাজ গঠনের পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। গল্পগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়ার বিষয়টি ইতিবাচক, যা লৈঙ্গিক সমতা প্রতিষ্ঠায় সুইডেনের একাগ্রচিত্ততার প্রমাণস্বরূপ।’
শোকো ইশিকাওয়া বলেন, ‘লৈঙ্গিক সমতা নিয়ে আলোচনায় পুরুষদের অন্তর্ভুক্ত করা এবং লৈঙ্গিক বিষয়ে প্রথাগত ধারণা ভাঙার ক্ষেত্রে তাদের সাথে সংলাপের আয়োজন এবং তাদের পরিবর্তনের ধারক হিসেবে নিয়োজিত করাকেই সর্বোত্তম সমাধান বলে মনে করে ইউএন উইমেন। 'হিফরশি' উদ্যোগ ও এ রকম প্যানেল আলোচনার মাধ্যমে সামনের দিনগুলোতে পুরুষদের সাথে আমরা এ ধরনের আরও অংশগ্রহণমূলক আলোচনা করতে চাই।’   আলোচনায় অংশ নেন সুইডেন দূতাবাসের কাউন্সিলর/ হেড অব ডেভলপমেন্ট আন্দেস ওরস্ট্রম, স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভিদ মাহমুদ এবং ইউনিলিভার বাংলাদেশের ক্যাটাগরি হেড অব হেয়ার কেয়ার জাহিন ইসলাম। আলোচনায় বক্তারা পুরুষদের সন্তানের যত্ন নেয়া, পিতৃত্বকালীন ছুটির পাওয়ার ক্ষেত্রে নীতিমালার ভূমিকা এবং কো-প্যারেন্টিং- এর আদর্শ পরিবেশ নিয়ে আলোচনা করেন।
প্রদর্শনীটি আজ (১০ মার্চ) রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রয়লার মুরগির দাম কেন বাড়ছে জানেন না কেউ
ব্রয়লার মুরগির দাম কেন বাড়ছে জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়