X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

শিল্পাঙ্গন গ্যালারিতে শুরু হয়েছে চিত্র প্রদর্শনী ‘বর্ষা’

লাইফস্টাইল রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৫
image

ঘন কালো আকাশ ভেঙে ঝরছে বৃষ্টি। কালো আকাশের নিচে বর্ষা উদযাপনে ব্যস্ত প্রকৃতি। কোথাও ঝুম বৃষ্টিতে ভিজছে থোকা ভর্তি কদম, কোথাও মগ্ন হয়ে বসে আছে ভেজা কাক। বর্ষার এমনই সব চমৎকার রূপ দেখা যাবে ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে।    

প্রদর্শনীতে রয়েছে ৪৯টি শিল্পকর্ম
আজ ১৩ সেপ্টেম্বর সমকালীন চিত্রশালা ‘শিল্পাঙ্গন’ এ শুরু হলো নবীন-প্রবীণ শিল্পীদের যৌথ প্রদর্শনী ‘বর্ষা।’ চিত্র সমালোচক ও লেখক মঈনুদ্দীন খালেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীটির উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চিত্রশিল্পী বীরেন সোম ও অলোকেশ ঘোষ।   

বক্তব্য রাখছেন চিত্র সমালোচক ও লেখক মঈনুদ্দীন খালেদ
মঈনুদ্দীন খালেদ বলেন, ‘জলের আলাদা কোনও রঙ নেই। জলের সম্পর্ক আসলে হৃদয়ের সঙ্গে। হৃদয়ের রঙ জলের সঙ্গে মিশে ক্যানভাসে সৃষ্টি করে অপূর্ব সব শিল্পকর্ম। এ প্রদর্শনীর বেশিরভাগ ছবিই আঁকা হয়েছে জলরঙে।’   
জলরঙের খ্যাতিমান চিত্রশিল্পী অলোকেশ ঘোষের ছবি প্রদর্শিত হচ্ছে এই আয়োজনে। তিনি বলেন, ‘নবীন ও প্রবীণদের ছবি একসঙ্গে প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে। এটি বেশ আনন্দের। যারা প্রদর্শনীটি দেখবেন, তারা নবীন ও প্রবীণদের মনের ভাবনাগুলো মিলিয়ে দেখার সুযোগ পাবেন।’
শিল্পী বীরেন সোম বলেন, ‘বাঙালির হৃদয়ে বর্ষার আবেদন চিরন্তন। বৃষ্টির টুপুরটাপুরে মুগ্ধ হয়নি এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না।’

প্রদর্শনী দেখছেন অতিথিরা
নবীন শিল্পীদের মধ্যে বক্তব্য রাখেন সৌরভ চৌধুরী। তিনি বলেন, ‘শ্রদ্ধেয় শিল্পীদের সঙ্গে একই প্রদর্শনীতে অংশ নেওয়ার সুযোগ পাওয়া আমার কাছে স্বপ্নের মতোই। শিল্পীর চোখে বর্ষার রূপ জানতে এই প্রদর্শনীতে আসার অনুরোধ জানাই সবাইকে।’
আয়োজনে ২৯ জন চিত্রশিল্পীর ৪৯টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। তরুণ শিল্পীদের সঙ্গে অংশ নিয়েছেন বরেণ্য শিল্পী হামিদুজ্জামান খান, জামাল আহমেদ, আব্দুস শাকুর, বীরেন সোম, সহিদ কবির, অলোকেশ ঘোষ ও কনকচাঁপা চাকমা। নবীনদের মধ্যে আছেন, সাদেক আহমেদ, সৌরভ চৌধুরী, আজমীর হোসেন, রশিদ আমিন, আমজাদ আকাশ, সীমা ইসলাম, কারু তিতাসসহ অনেকে।

প্রদর্শনী ঘুরে দেখছেন চিত্রশিল্পী অলোকেশ ঘোষ
প্রদর্শনী চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন।

ছবি: সাজ্জাদ হোসেন 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে হাসপাতালে কর্মবিরতির ঘোষণা
দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে হাসপাতালে কর্মবিরতির ঘোষণা
১৯টি সামরিক সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ, ২৭টি নিয়ে আলোচনা চলছে
১৯টি সামরিক সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ, ২৭টি নিয়ে আলোচনা চলছে
সালাউদ্দিনের ছেলের অভিষেকের দিনে প্রাইম ব্যাংকের বড় জয়
সালাউদ্দিনের ছেলের অভিষেকের দিনে প্রাইম ব্যাংকের বড় জয়
বৈধপথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধপথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার