X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ত্বকের যত্নে অর্গানিকেয়ারের ‘উইন্টার বডি বাটার’

লাইফস্টাইল ডেস্ক
২২ নভেম্বর ২০২০, ১৮:১৬আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২০:১৫
ত্বক নিয়ে সচেতন মানুষদের জন্য ‘উইন্টার বডি বাটার’ নামের নতুন একটি প্রসাধনী পণ্য বাজারে নিয়ে এসেছে জেমকন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অর্গানিকেয়ার। রবিবার (২২ নভেম্বর) ধানমন্ডি ২৭-এ অবস্থিত মিনা বাজার শাখায় এই বডি বাটারটির উদ্বোধন করা হয়।  
 
ত্বকের যত্নে অর্গানিকেয়ারের ‘উইন্টার বডি বাটার’
জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান এমপি কাজী নাবিল আহমেদ, পরিচালক কাজী আনিস আহমেদ, পরিচালক কাজী ইনাম আহমেদ ও অর্গানিকেয়ারের প্রতিষ্ঠাতা ও গ্রুপের পরিচালক ড. মালিহা মান্নান আহমেদ পণ্যটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মালিহা মান্নান বলেন, ‘বাংলাদেশি কোনও কোম্পানি প্রথমবারের মতো এই ধরনের একটি পরিশীলিত পণ্য বাজারে এনেছে। শীতের সঙ্গে মিলিয়ে এর নামকরণ করা হলেও, সারাবছরই এটি ব্যবহার করা যাবে। বিশেষ করে যারা শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায় থাকেন কিংবা অফিস করেন, তাদের জন্য এটা খুব কাজে দেবে। অর্গানিকেয়ারের পণ্যের ক্ষেত্রে আমরা শুরু থেকেই গুণগত উপাদানের দিকে বিশেষ মনোযোগ দেই। এ পণ্যটির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি।’
 
অর্গানিকেয়ারের এই প্রতিষ্ঠাতা আরও জানান, পণ্যটি তৈরির ক্ষেত্রে প্রাকৃতিক নারিকেল তেল, অ্যালোভেরা ও ভিটামিন-ই তেলের নির্যাস থেকে সংগৃহীত। ‘সরাসরি যশোর ও খুলনার স্থানীয় নারিকেল তেলের কারখানা থেকে তেলের নির্যাস সংগ্রহ করেছি। নিজস্ব বাগানে অ্যালোভেরা চাষ করা হয়েছে। সে কারণে এই ক্রিমটি এতটাই ঘন হয়েছে যে আমরা বডি বাটার ক্যান ব্যবহার করতে বাধ্য হয়েছি। এটি ব্যবহারের মধ্য দিয়ে ত্বক নরম হবে। সলিউশন তাড়াতাড়ি মিশে যাবে ত্বকে। আর এতে ১২ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ত্বক আর্দ্র থাকবে। বিভিন্ন রোগ থেকে ত্বককে বাঁচিয়ে রাখবে। ব্যবহারকারী স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং এর ঘ্রাণ তাদেরকে আরও অনেক বেশি স্বস্তি দেবে।’
 
এমপি কাজী নাবিল আহমেদ বলেন, ‘এ ধরনের উচ্চ মানসম্পন্ন পণ্য দেশে তৈরি হয় না বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে।’
 
জেমকন গ্রুপের পরিচালক কাজী আনিস আহমেদ বলেন, ‘এই পণ্যটি আধুনিক বিজ্ঞান ও প্রাকৃতিক ছোঁয়ার সংমিশ্রণের একটি ভালো উদাহরণ। আমরা আশাকরি, ভোক্তারা শিগগিরই এর সুফল পাবেন এবং এই পণ্যটি বিপুল আস্থা অর্জন করবে।’
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা