X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে ‘উজান বইযাত্রা ও বইমেলা’

সাহিত্য ডেস্ক
২৯ অক্টোবর ২০২২, ১৭:৫৫আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৭:৫৫

প্রকাশনা প্রতিষ্ঠান ‘উজান’ গত ২৭ অক্টোবর চট্টগ্রামে থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারি হলে ‘উজান বইযাত্রা ও বইমেলা’র আয়োজন করে। ইংরেজি সাহিত্যের অধ্যাপক মোহীত উল আলম-এর সভাপতিত্বে উজানের অনুবাদ বই ‘কোরিয়ার গল্প’ ও ‘কোরিয়ার কবিতা’ নিয়ে আলোচনা করেন আলম খোরশেদ, সেলিনা শেলী, জি এইচ হাবীব এবং এহসান হাবীব। তাছাড়া চট্টগ্রামের কবিদের মধ্যে অনেকে স্বরচিত কবিতা পাঠ এবং কোরিয়ার কবিতার আবৃত্তি করেন । 

‘জীবনে সবসময় আমরা অনুবাদই করছি।…অনুবাদের ক্ষেত্রে ভাষা নিয়ে যত বিড়ম্বনা হয়, চারুকলা ও কারুকলায় তা হয় না। এই বিড়ম্বনা নিয়েই অনুবাদকদের কাজ চালিয়ে যেতে হয় নিজের ভাষা, সংস্কৃতি ও সমাজকে সমৃদ্ধ করার জন্য ।’ কোরিয়ার সাহিত্য বাংলাভাষায় এভাবে উপস্থিত করার জন্য সংশ্লিট সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অনুবাদের নানা সমস্যা ও সংকট তুলে ধরে সভাপতির বক্তব্য রাখেন অধ্যাপক মোহীত উল আলম। 

আলোচনায় বিশিষ্ট অনুবাদক ও প্রাবন্ধিক আলম খোরশেদ বই দুটির অনুবাদ ও সম্পাদনার কিছু ত্রুটি-বিচ্যুতি তুলে ধরে আগামী সংস্করণে তা সংশোধন করা হবে বলে আশা প্রকাশ করেন। বইযাত্রার এই ধারণা আন্তর্জাতিক অঙ্গণে প্রচলিত থাকলেও বাংলাদেশে এই ধরনের আয়োজনের জন্য প্রকাশনা সংস্থা উজানকে ধন্যবাদ জানান তিনি।

কবি ও প্রাবন্ধিক সেলিনা শেলী উজানের অনুবাদের বই দুটির মাধ্যমে বাংলাভাষার মানুষের কোরিয়ার সাহিত্য সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ হলো বলে জানান। কোরিয়ার সাহিত্যে নারীদের যেভাবে উপস্থাপন করা হয়েছে তার সাথে বাংলাদেশের নারীদের অবস্থা ও বঞ্চনার নানা দিকের মিল দেখা যায় বলে উল্লেখ করেন তিনি। 

বই দুটির আলোচনা করতে গিয়ে বাংলাভাষা ও বাংলাদেশে অনুবাদের সংকট ও সম্ভাবনার নানা দিক তুলে ধরেন বিশিষ্ট অনুবাদক ও ইংরেজি সাহিত্যের শিক্ষক জি এইচ হাবীব। তিনি মূল ভাষা থেকে বাংলাভাষায় অনুবাদের চর্চা বাড়ানোর ওপর জোর দেন। এ ব্যাপারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জোরালো ও সুদূরপ্রসারী ভূমিকা রাখার আহ্বান জানান।

চট্টগ্রামের কবিদের মধ্যে স্বরচিত কবিতা পড়েন কবি নাজিমুদ্দীন শ্যামল, আকতারী ইসলাম ও রিমঝিম আহমেদ। ‘কোরিয়ার কবিতা’ থেকে আবৃত্তি করেন বাচিকশিল্পী রাশেদ হাসান ও সজল চৌধুরী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি মনিরুল মনির। বাংলাভাষায় কোরিয়ার সাহিত্যেও উল্লেখযোগ্য অনুবাদ ‘কোরিয়ার গল্প’ ও কোরিয়ার কবিতা’ বই নিয়ে প্রকাশনা সংস্থা উজানের দ্বিতীয় পর্বের এই পরিভ্রমণে উপস্থিত ছিলেন বন্দরনগরী চট্টগ্রামের শিল্পসাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের প্রিয়জন ও চেনামুখগুলো। 

‘উজান বইযাত্রা ও বইমেলা’র ধারবাহিক আয়োজন এর আগে অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহে। আগামী ৩ নভেম্বর বৃহস্পতিবার একই ধরনের আয়োজন থাকছে ঢাকায় সংস্কৃতি বিকাশ কেন্দ্রে।

 

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’