X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বইয়ের ক্ষমতা বইমেলার ওপর নির্ভর করে না

সাক্ষাৎকার গ্রহণ : অরণ্য মুশফিক
১৩ জানুয়ারি ২০২২, ১৫:২১আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৫:২১

[প্রশান্ত মৃধা কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক। জন্ম ২০ নভেম্বর ১৯৭১, বাগেরহাটে। কলেজে শিক্ষকতায় যুক্ত। সাহিত্যের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ‘বাঙলার পাঠশালা আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার’, ‘এইচএসবিসি-কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’, ‘কাগজ তরুণ কথাসাহিত্য পুরস্কার ২০০০’ এবং ‘জেমকন সাহিত্য পুরস্কার ২০১৮’। অমর একুশে গ্রন্থমেলা ২০২২ নিয়ে এই কথাসাহিত্যিকের সঙ্গে কথা বলেন অরণ্য মুশফিক।] 

প্রশ্ন :  অমর একুশে গ্রন্থমেলা কেমন দেখতে চান?
উত্তর : এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। সবই অতিমারির উত্থানপতননির্ভর। ফলে আশা যা-ই করি না কেন, তা চাইলেই ফলানো যাবে না। এবার তাই কেমন বইমেলা চাই বিষয়টা বাদ রাখা ভালো।

প্রশ্ন :  এ বছর আপনার কী কী বই আসবে? কোন প্রকাশনা থেকে?
উত্তর : এখনও পর্যন্ত যা মনে হচ্ছে, দুটো বই বেরুতে পারে। তবে সবই নির্ভর করছে সামগ্রিক পরিস্থিতির উপরে।

প্রশ্ন :  প্রকাশিতব্য বই সম্পর্কে জানতে চাই।
উত্তর : প্রকাশিতব্য বইগুলো সম্পর্কে এখনই ঠিকঠাক কিছু বলা যাচ্ছে না। সেগুলো ধরনে কথাসাহিত্য। কথাসাহিত্য নিজেই বার্তা বাহক। বইয়ের আকার পাবার আগে বা পরে রচয়িতা এ সম্পর্কে কী-বা বলতে পারে।

প্রশ্ন :  অমর একুশে গ্রন্থমেলা ২০২১ এর অভিজ্ঞতা কেমন?
উত্তর : গতবারের বইমেলা সম্পর্কে তো আমরা সবাই কম বেশি জানি। অতিমারি তার ক্ষমতার সবটা তখন দেখিয়েছে। এবার যেন অমন না ঘটে।

প্রশ্ন : বইমেলার পর বই খুঁজে পাওয়া যায় না এবং বাইরের দোকানও স্বল্প। এই পরিস্থিতিতে বই পাঠকের কাছে পৌঁছাতে আপনার ভাবনা যদি জানাতেন।
উত্তর : এখন বই পৌঁছানোর পথ তো অনেক। শুধু বইয়ের দোকানই একমাত্র উপায় নয়। তবে বইমেলার পরে একটা বই কেন খুঁজে পাওয়া যায় না, সেটি সম্ভবত ওই বইটির ভেতরেই লুকিয়ে আছে। আমাদের ভালো বইগুলো বইয়ের দোকানে কম বেশি পাওয়া যায়। বিষয়টা হলো, যদি বইমেলার পরে একটা ভালো বই আর বইয়ের দোকানে পাওয়া না যায়, সেটি দুঃখজনক। বইয়ের ক্ষমতা বইমেলার ওপর নির্ভর করে না। যদিও আমরা তাই করে ফেলেছি। বইমেলায় একটি বইয়ের বিক্রি দিয়ে বইটির ভালোমন্দ ও গুরুত্বকে মাপতে শিখেছি ও শিখছি। এটা দুর্ভাগ্য। কিন্তু একটা ভালো বই যদি বইমেলার পরে বইয়ের দোকান বা অন্তর্জাল বইঘরে না পাওয়া যায়, সেটা বই বিক্রেতার সংকট, লেখকের নয় ওই বইটিরও নয়। এই সংকট আছে। আমাদের প্রচারমাধ্যমগুলো সেই বইটির ব্যাপারে এখনও একচক্ষু নীতিতে ভোগে। এখান থেকে বেরিয়ে আসা দরকার। সহসা বেরুবে না। কারণ, সাহিত্যসমালোচনা বলে কোনও জিনিস আমাদের গড়ে ওঠেনি। সামনে এ বিষয়ে সুদিন আসবে তাও মনে হয় না।

/জেডএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া