X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১
মাসুম মুনাওয়ার-এর

‘জলবন’ থেকে

সাহিত্য ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩০

‘জলবন’ থেকে একুশে গ্রন্থমেলা ২০১৭-তে মাসুম মুনাওয়ার-এর কবিতার বই ‘জলবন’ প্রকাশিত হয়েছে ‘বাংলার কবিতা প্রকাশন’ থেকে। প্রচ্ছদ করেছেন, আল নোমান। দাম ১২০ টাকা।

 

সামগ্রিক ইতিহাস

পিচঢালা রাস্তার ক্ষতগুলো শুকিয়ে দুঃখ উড়ে আসে বুকের ভিতর
দালান ফেরত শূন্য বস্তাগুলো উস্টা খেতে খেতে ঘরে ফিরে
কঁকিয়ে কঁকিয়ে হাঁটে বুড়ো জয়নুদ্দিন আর শাপলার মা
হিসেবের খাতায় বাড়ে যোগফল ও উচ্চাভিলাষী নান্দনিক আবহ।

শুকনো ঘাম আর রক্ত মিশে গড়ে ওঠে কংক্রিটের জীবন
লাল ইটের দেয়াল জুড়ে বিচ্ছেদ আঁকে পা-কাটা মতিন
তবুও থেমে থাকে না উন্নয়ন, উচ্ছেদ কিংবা সামগ্রিক ইতিহাস
বঞ্চনার অন্তর্গত বিদ্রুপের রঙ খুঁজে ফেরে সান্ত্বনার হিসেব।

বিচ্ছেদের পোস্টার

প্রচণ্ড দুপুর বেগে চলে যায় নাগরিক পরিবহন
কারো হৃদয় ছিঁড়ে ডাস্টবিনে গড়িয়ে পড়ে
ব্যস্ত ফুটপাথে সাজায় কারো সংসার
ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়ে হৃদয় সস্তায় বিকিয়ে দেয় ভাঙারির মালিক।
চুপচাপ চলে গাড়ি চুপচাপ পথচারি, দুপুরের শূন্য রোদ
আইল্যান্ডে দাঁড়ানো গাছে শূল হয়ে বিঁধে প্রতিটি হর্ন
ধুলোবালিগুলো লুটোপুটি খায় গাড়ির পিছন পিছন
রাস্তার পাশে দাঁড়ানো তারের মতো কারো কথা জড়িয়ে ফ্লাইওভারে নামে ট্রাফিকজ্যাম
মানুষগুলো ফড়িংয়ের মতো উড়ে চলে চোখের কোণে।
চাকা যায়, চাকা আসে
রাস্তার পাশে ছড়িয়ে থাকে মরা গাছের ঝরা পাতা
আর বিকেলের পিলারগুলো সেঁটে যায় বিচ্ছেদের পোস্টারে।

দুঃখবোধ

জমানো দুঃখবোধ নেড়ে দেবো উঠোনে বাঁশের আড়ে
পেছনের খিড়কি দিয়ে দেখে নিও এক পলক উঁকি মেরে
শান্ত বাতাসে দূর থেকে আসে যে পিঠার ঘ্রাণ সে দিকে গেলাম
বেখেয়ালি মন বেঁচে দিবো একমুঠো পান্তা-মরিচের আশায়।

ঘুম থেকে জেগে যাই যে নারীর প্রেমে সে নারীর শরীর বড় চেনা
চুল থেকে নিয়ত ঝরে তিলের তেলের সুঘ্রাণ। চুলে গুঁজে বাঁশফুল
কদমের ঘ্রাণে সাঁতরিয়ে যাবো ধলা নদী আর কৃষকের কাঁচা আল্
মিলিয়ে নেবো ঠোঁট কালচে মাটির লাহান জবজবে মায়াবী পিঠে।

যাবো আরো বিরান পথ যেতে যদি বলে গ্রামের শেষ অবধি
বাঁধানো শাড়ির আঁচল তলে দিবো ডুব প্রাচীন ঘুমের নেশায়।

ধর্মনিরপেক্ষতা

আমাদের শহরে চাঁদ উঠলে তোমার ঘুম পায়
নীল ঘুম, ঘুমের ভেতর
আড়ালে তোমার হাত খোঁজে অন্য কোনো জোছনা
কালীর কাছে দুর্গার কাছে ফেরে হতাশার সুর
সোনার জমিন জুড়ে নামে নিতান্ত অমাবস্যা।

কেলোদের কোলাহলে আমার শুধু হাসি পায়।

সাম্প্রদায়িকতা

পিঁপড়াগুলো খেয়ে নিক চোখের মণি,
সঁপে দিলাম অবশিষ্ট ঘুম
তারচে’ বরং কেউ হৃদয় ছিঁড়ে ফেলুক
পাঁজর খুলে নিয়ে যাক কারো ধারালো ঠোঁট
সঁপে দিলাম দশমীর চাঁদ
যাও নিয়ে যাও প্রাণের অতিরিক্ত নীলস্পন্দন
তাও যদি মিটে আজন্মা ক্ষুধা।

ধিক্কার তোমার মিনারের, ধিক্কার
বেহেশতের পাঁজরে বসে খাও পাঞ্চালীর শরীর!



মাসুম মুনাওয়ার। জন্ম ১ মার্চ ১৯৮৮ রাম জীবনপুর, মোহনগঞ্জ, নেত্রকোনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর। জাহাঙ্গীরনগরের একমাত্র সাহিত্য সংগঠন ও ছোটকাগজ চিরকুট-এর প্রতিষ্ঠাতা তিনি। ষোলপৃষ্ঠা প্রকাশনী থেকে একুশে বইমেলা ২০১৬-তে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ সূর্যকুসুম। জলবন তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ।

সম্পর্কিত
রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ঠিক হবে না: সালেহউদ্দিন আহমেদ
ড. মাহবুব উল্লাহর ‘আমার জীবন আমার সংগ্রাম’ বইয়ের পাঠ উন্মোচন 
ভুটানি ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের মোড়ক উন্মোচন
সর্বশেষ খবর
দাবদাহে স্থবির চুয়াডাঙ্গার জনজীবন
দাবদাহে স্থবির চুয়াডাঙ্গার জনজীবন
বানিয়ে ফেলুন আমের কাশ্মিরি আচার
বানিয়ে ফেলুন আমের কাশ্মিরি আচার
ভোটে প্রভাব বিস্তাব করবেন না, মন্ত্রী-এমপিদের ইসি
ভোটে প্রভাব বিস্তাব করবেন না, মন্ত্রী-এমপিদের ইসি
সিরিজ জিততে ভারতের প্রয়োজন ১১৮ রান
সিরিজ জিততে ভারতের প্রয়োজন ১১৮ রান
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে