X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘সৃজনশীল সাহিত্যের মধ্য দিয়ে হুমায়ূন আহমেদ চিরস্মরণীয় হয়ে থাকবেন’

ঢাবি প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৮, ০১:৩৬আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৯:২৯

‘সৃজনশীল সাহিত্যের মধ্য দিয়ে হুমায়ূন আহমেদ চিরস্মরণীয় হয়ে থাকবেন’

সৃজনশীল সাহিত্যের মধ্য দিয়ে হুমায়ূন আহমেদ আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকালে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে  হুমায়ুন আহমেদের ৭০তম জন্মেবার্ষিকী উপলক্ষে ‘হুমায়ূন সাহিত্যে বাঙালির জীবন ও সমাজ’ শীর্ষক এক সেমিনারের সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

সেলিনা হোসেন বলেন, ‘‘স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলা সাহিত্যের যে নতুন জাগরণ তৈরি হয়েছে সেটিকে হুমায়ূন আহমেদ ধারণ করেছিলেন। ‘নন্দিত নরকে’ গ্রন্থে বাঙালী জীবন ও সমাজ সবটুকুই উঠে এসেছিল। বাঙালী জীবন ও সত্তা সবকিছুর ভেতরেই হুমায়ূন আহমেদের নন্দিত বাক্যগুলো আলাদা মাত্রা তৈরি করেছে। আর এ কারণেই বাংলা সাহিত্য থেকে কখনও তাকে বিচ্ছিন্ন করতে পারবো না। সৃজনশীল সাহিত্যের মধ্য দিয়ে আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি।’’

সেমিনারে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘হুমায়ূন আহমেদ সাহিত্যের সব আঙিনায় বিচরণ করে গেছেন। তার লেখনীতে উঠে এসেছে মুক্তিযুদ্ধ, প্রেম, বিরহ, কল্পকাহিনী, ভ্রমণ কাহিনী ও হাস্যরস। হুমায়ূন আহমেদ তার লেখনীতে মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোর কথাই বেশি তুলে ধরেছেন। শুভ্র, হিমু ও মিসির আলী নামক চরিত্র সৃষ্টি করে কিংবদন্তী হয়ে উঠেছেন। তার সবচেয়ে বড় অবদান তিনি বাংলা সাহিত্যের পাঠক তৈরি করেছেন।’

সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ‘হুমায়ূন আহমেদের সবেচেয় বড় কৃতিত্ব তরুণ প্রজন্মকে আবার বই পড়ায় আগ্রহী করে তুলেছিলেন। আমরা বই পড়তে প্রায় উদাসীন হয়ে গিয়েছিলাম। সেখানে তিনি তরুণদের মধ্যে স্পৃহা জাগাতে পেরেছিলেন। তরুণদের ভাষায় কথা বলতে জানতেন তিনি। তার একটি বড় গুণ হলো স্পষ্টবাদিতা। আমাদের দেশের প্রকাশনা শিল্প তাকে ঘিরেই আবর্তিত হয়েছে। এই শিল্পকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছেন তিনি।’

‘হুমায়ুন সাহিত্যে বাঙালির জীবন ও সমাজ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কথাসাহিত্যিক মুম রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক আব্দুল মান্নান ইলিয়াস। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম প্রমুখ।

/এসআইআর/আরএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!