X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মলাট খুলে 'মাছেরা শহরে আসায় মানুষেরা নদীর ভাব ধরল'

.
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৯

মলাট খুলে 'মাছেরা শহরে আসায় মানুষেরা নদীর ভাব ধরল' অমর একুশে গ্রন্থমেলায় ফরহাদ নাইয়ার প্রথম কাব্যগ্রন্থ ‘মাছেরা শহরে আসায় মানুষেরা নদীর ভাব ধরল’ প্রকাশিত হয়েছে ‘মেঘ’ থেকে। দাম রাখা হয়েছে ১৮০ টাকা। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন আল নোমান। গ্রন্থমেলায় ‘মেঘ’-এর ২৭৩ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। বইটির পাণ্ডুলিপি থেকে কয়েকটি কবিতা প্রকাশ করা হলো।


*

এইযে ভীড় করা

অহেতুক রাতের পরে

মিথ্যে কিছু দিন নেড়ে চেড়ে দেখি

এখানে ফুলের দিকে চেয়ে পাখিরা ফিরে যায়।

নদীসব ডুবে মরে মাছের গভীরে।

মানুষ ঠোঁটফুল তিস্তার মতো বাধের ব্যাবধান, বারোবার টিপকল চাপে।

তেজ খসিয়ে কিনে আনে কাউফল ,

কুমকুম ভীড়ের বাগান।

চিরকাল ধানমুখী আকাশের ।

*

বছরগুলো পেঁকে উঠছে

যেন এক্ষনি পড়ে যাবে। ছেলেটি ভাবছে বছর পাকলে ফিরে যাবে গ্রামে।

মেয়েটি ভাবছে কাঁচা বছরে কিভাবে তরুনেরা ছুড়েছিলো ঢিল।

দু’জনার ভাবনায় ছিলো কাঁচা পাকা বয়সের দোষ। ফলে তারা ঝুলে ছিলো বাদুরের মতো পাঁকা ফলে। প্রায় অন্ধকারে উড়ে উড়ে। তারা খুঁজে চলছিলো তাদের বাবা, বৃক্ষের পরিচয়

*

বেলুনের মতো উড়ে যেতে পারলে ভালো লাগতো ।

কতজন পাখি হতে গিয়ে হয়ে গেলো শিকারি।

আমি কিছুই হতে পারিনি।

না পাখি না শিকারি

শুধু পালক হারানোর বেদনা নিয়ে দেখেছি

উড়ে যাওয়া একটি বকের পেছনে দুরত্ব

বেড়ে চলছে।

*

ঘুম, এক টুকরা পাথর।

তলিয়ে থাকে রাতের সমুদ্রে।

কালাপানির গভীরে ...

মৃদু ঢেউ লেগে নড়ে উঠে ঘুম।

যেন মাছের তাড়নায় কাঁপছে নদী।

এক্ষনই লাফিয়ে উঠবে সকাল।

আর একটি মৃত মাছের বেদনা।

আর একটি মৃত পাথরের বেদনা

পড়ে থাকবে আগামী কাল

            কেউ ছোবেনা।

/জেডএস/
সম্পর্কিত
ভুটানি ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের মোড়ক উন্মোচন
সাঙ্গ হলো প্রাণের মেলা
২৫০ শিশু লিখলো ‘আমাদের জাতির পিতা, আমাদের শ্রেষ্ঠ মিতা’
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী