X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

করোনাবেলার সংলাপ

ইমরান চৌধুরী
১৬ এপ্রিল ২০২০, ০৮:৫৯আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৩:০৪

করোনায় আমরা ভীত নই। বরং মোকাবেলা করছি গৃহে অন্তরীণ থেকে। এতে হয়ত কিছুটা বাড়তেও পারে মানসিক চাপ। তাই আসুন, খুলে দেই মনঘরের জানালা। নিজেকে চালিত করি সৃজনশীলতায়। আপনি নিয়মিত লিখছেন, বা এটাই হতে পারে আপনার প্রথম গল্প। লিখুন ফেসবুকে। চটজলদি ৫০০ শব্দের গল্প, বাংলা ট্রিবিউনের জন্য। একইসঙ্গে নমিনেট করুন আপনার পছন্দের আরও ১০ জন লেখককে। সেরা ১০ জন লেখক পাচ্ছেন কাগজ প্রকাশনের বই। আর অবশ্যই হ্যাশট্যাগ দিন #বাংলাট্রিবিউনসাহিত্য

করোনাবেলার সংলাপ
অণুজীব বিজ্ঞান পড়তে এসে কাদের আধা-পাগলা হয়ে পড়ালেখা ছেড়ে দেয়। এবার করোনার প্রভাবে মনে হয় পুরোই পাগল হয়ে যাচ্ছে সে, তবুও তার প্রিয় শিক্ষকের কথা ভোলে না।
আজ হোসেন স্যারের ফোন পেয়ে বেশ উত্তেজিত কাদের।
—দেখলেন স্যার গতকালের খবরটা?
—কোনটা?
—ঐ যে এক জনপ্রতিনিধি করোনা রোগীকে ত্রাণের পর ফটোসেশন করে ত্রাণ ফিরিয়ে নিয়ে গেল? সে তো বুঝে নাই সাথে কী নিয়ে গেলো!
—এমন ঘটনাতো অহরহ হচ্ছে।
—না স্যার, ব্যাপারটা এখানেই শেষ হবে না। রোগী ভালো হয়ে যাবে। ভণ্ডটা করোনায় মারা যাবে!
—তুমি বুঝলে কিভাবে?
—বোঝাবুঝি নাই! এটাই সাইন্স!
—মানে?
—এ ভাইরাসটা নতুন হোস্টে দুটা পথ বেছে নেয়। লাইটিক অথবা লাইসোজেনি। লাইটিকে পরিপাকতন্ত্রের কিছু কোষ নষ্ট করে ভাইরাসটি বের হয়ে যাবে এবং রোগী বেঁচে যাবে। লাইসোজেনিতে সে ফুসফুসে জমতে থাকব এবং রোগী মারা যাবে।

তুমি কিভাবে বুঝলে ভণ্ডনেতার লাইসোজেনি হবে?

আর উত্তর দেয় না কাদের। নিজে নিজে বিড়বিড় করে, যেটুকু সময় তুমি থাক পাশে…!            

 

দুই.
গতরাতে একফোঁটা ঘুম হয়নি। প্রায় ২৪ ঘণ্টা হতে চলল সিগারেটের প্যাকেট খালি। স্বাভাবিক শারীরবৃত্তীয় কাজগুলোও হচ্ছে না। কোয়ারেন্টাইনের ২৩ তম দিনের সকালটা এভাবে শুরু হয় হোসেন স্যারের। এমন সময় স্ত্রী রাহেলা বানু হন্তদন্ত হয়ে রুমে ঢোকে। বলল, ছোট বাবুটার দুধ শেষ। ঘুম থেকে উঠেই কাঁদবে।

আর তো বিছানায় থাকা যায় না। শরীর ও মেজাজ প্রচণ্ড খারাপ নিয়ে ঘর থেকে বের হয়। এমন সময় কাদেরের ফোনটা আসে। কথা বলার প্রশ্নই আসে না। কেটে দেয়ার জন্য চাপ দেবে লাল বাটনে। চাপ পড়েছে সবুজ বাটনে।
—স্যার কেমন আছেন?
—ভালো না কাদের। কী বলবে তাড়াতাড়ি বলো।
—স্যার প্রত্যেকটা সংকটের অপর পাশেই থাকে সম্ভাবনা। যে জারিত করতে আসে সে নিজেই বিজারিত হয়ে ফেরে! সংকট যত বড়, সম্ভাবনা তত বেশি। করোনা মানব জাতির জন্য ভয়ংকরতম বিপদ। করোনা-উত্তর মানুষ পাবে সম্পুর্ণ এক বদলে যাওয়া পৃথিবী। কবি নুতন ধারায় কবিতা লিখবে, শিল্পী নুতন সুরে গাইবে গান, চিত্রকর আঁকবে বদলে যাওয়া পৃথিবীর ছবি। ব্যবসায়ী নুতন চিন্তায় ব্যবসা করবে, রাজনৈতিক নেতা পাবে নুতন পথের দিশা। বিজ্ঞানী আবিষ্কার করবে নুতন সুত্র। আধ্যাতিক জগতটা হবে আরো স্পষ্টতর। পোলারাইজেশান বাড়বে অর্থাৎ বিশ্বাসী আরো বেশি বিশ্বাস অর্জন করবে এবং অবিশ্বাসীরা আরো বেপরোয়া হবে।
—এত মারফতি কথা বলতে হবে না। অন্তত করোনার একটা সুবিধার কথা বলো।
—কেন স্যার জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কথাই ধরুন না। এ যাবত জিন ট্রান্সফারের জন্য যে সমস্ত ভেক্টর যেমন প্লাজমিড, কসমিড ইত্যাদি ব্যবহৃত হচ্ছে তার থেকে করোনার ইনফেকশনাল ক্ষমতা কত বেশি চিন্তা করে দেখেছেন? করোনা ভেক্টর (কমিড!) আবিষ্কারের পর কত লক্ষ কোটি ডলারের ব্যবসা হবে বুঝতে পারছেন স্যার?
ফোনটা কেটে দেয় হোসেন স্যার। মনে মনে বলে, হুঁশের পাগল! ব্যবসাও বোঝে।

 

তিন.
—হ্যালো স্যার! আমি কাদের।
—বলো
—স্যার, আপনি কি মনে করেন করোনা ভাইরাসের এত বড় RNA প্রয়োজন আছে?
—কেন নয়?
—কারণ ইনফেকশনের জন্য ১০ থেকে ১৫ হাজার বেইসই যথেষ্ট! ওর আছে ৩০ হাজার বেইস। বাকিটা তাহলে কেন?
—তুমিই বলো।
—বাকিটার মধ্যেই সব রহস্য! এসব ভ্যাকসিন-ট্যাকসিন দিয়ে ওর কিছুই করতে পারবে না। ট্রিলিয়ন ডলার খরচ করে একটা ভ্যাকসিন বানাবে আর ও নিমিষেই কোডন বদলিয়ে আরো ভয়ংকর হয়ে ফিরবে। সবচেয়ে বড় কথা শত্রুরা যদি ওকে ব্যবহার করতে চায় তাহলে ওর মতো ভয়ংকর জীবাণু অস্ত্র আর হয় না।
—কেন?
—ওর বাড়তি RNA-এর সিকোয়েন্স ইলেক্ট্রো-ম্যাগনেটিক্যালি বদলিয়ে দেয়া সম্ভব। মানে রিমোট কন্ট্রোল অর্থাৎ দূর থেকেই ওর চরিত্র বদলিয়ে আরো ভয়ংকর করে দেয়া সম্ভব।
—তাহলে কি মানুষ অসহায় হয়ে মারা যাবে?
—না স্যার। মানুষেরই জয় হবে। করোনারও একিলিস হিল আছে! জুতা আবিষ্কারের মতো পৃথিবী ওলট-পালট হয়ে করোনার হবে সহজ সমাধান। যেটার খুব প্রয়োজন ছিল।
—হোসেন স্যার ফোনটা রেখে দেয়। অজান্তেই মুখ থেকে বের হয়, উন্মাদ!

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা