X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দুই মহলা বাড়ি

সাজ্জাদ সাঈফ
১৯ এপ্রিল ২০২০, ১৪:০১আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১৪:০১

করোনায় আমরা ভীত নই। বরং মোকাবেলা করছি গৃহে অন্তরীণ থেকে। এতে হয়ত কিছুটা বাড়তেও পারে মানসিক চাপ। তাই আসুন, খুলে দেই মনঘরের জানালা। নিজেকে চালিত করি সৃজনশীলতায়। আপনি নিয়মিত লিখছেন, বা এটাই হতে পারে আপনার প্রথম গল্প।  লিখুন ফেসবুকে। চটজলদি ৫০০ শব্দের গল্প, বাংলা ট্রিবিউনের জন্য। একইসঙ্গে নমিনেট করুন আপনার পছন্দের আরও ১০ জন লেখককে। সেরা ১০ জন লেখক পাচ্ছেন কাগজ প্রকাশনের বই। আর অবশ্যই হ্যাশট্যাগ দিন #বাংলাট্রিবিউনসাহিত্য

দুই মহলা বাড়ি

একটা চন্দ্রমল্লিকার ঝাড় ঠায় দাঁড়ায় ছিল আঙিনার বায়ে, সেইদিকে জোড় বেঁধে কিছু ভাতশালিক এই তাগদ-সকালেই ঘুরতেছে ইতিউতি। এই বাড়িটা যুদ্ধের আগে তৈরি। মাসুমের বাপ তার বড় ভাইসহ ঢাকায় তখন নতুন চাকরিতে আসছে। দুই ভাইই মায়ের লগে আলাপ কইরা বাড়িটা করে। তখন তো মিরপুর জলা-জঙ্গল। এর মধ্যে এই জায়াগাটা সেই সময় বেশ উঁচাই আছিল। এখন যত বিল্ডিং বাড়ি এর চারধারে এরা কিছুই আছিল না। মাসুম-মাসুদ, তাদের বাবা অধ্যাপক শামস মোমিন সাহেবের জীবদ্দশায় এই বাড়ির দুই ভাগ পাইয়া গেছিল, সামনে গলিপথের মোড়। সুপার শপ। একে একে আর সব জমি এর চারপাশে উঁচা দালান হইল দিনকে দিন, এই বাড়ি সেই আছে। খোলা উঠান, ছোট বাগান, একটা দোলনা অবধি আছে, শৌখিন বাপ-জ্যাঠার খান্দান আরকি। অধ্যাপকের ছিল কবিমন, তার ভাই সহজ সরল লোক, দুই পরিবারই করে-কম্মে খেয়ে যেতে পারছে প্রায় তিন দশক হইব। পরে অবশ্য জমির অংশ বিক্রি করে প্রাইমারি টিচার আল আমিন সাহেব গ্রামে ফিরা গেছেন রিটায়ারমেন্টে।

এখন এক বাড়ি দুই মহলা, মাসুমের ভিটা পিলারের ওপর দোতলা নিয়া আর মাসুদ সেই আগের রূপেই গেরস্থালি আগলায় রাখছে। তো এই বাড়িটা লইয়াই ঘটনা। মানে দুই ভাইয়ের ক্যাচাল। মামলা অবধি যায়-যায়। পিলার তুইলা বাড়ি দোতলা করতে গিয়া গায়ে গায়ে লাগাইয়া দিছিল দুই মহলারে মাসুমে। এহন ছাদে টিনশেড তুলতে গিয়া মাসুদ দেখে জানালা দিলেই ঠোকর লাগে, বায়-বাতাস কেমনে আসব সেই টিনশেডে, এট লিস্ট দুই ফুট ছাড়ার কথা কইতেই মাসুম আগুন। ভাইয়ে ভাইয়ে বিবাদে পড়শিরা মজা লয় আরকি। শেষমেশ জীবিত জ্যাঠা আমিন সাব আসছেন সালিশে। পারিবারিক সালিশ শেষ চেষ্টা কওয়া যায়। ঘরে আত্মীয় পড়শিতে ঠাসা সালিশে দুই ভাইয়ের কেউই নত হয় না, এই কথা সেই কথা গালিগালাজে ফাল দেয়।

এর মধ্যে আমিন সাব দুই ভাতিজারে ঘর থিকা বাইরে আনেন, বায়ের দিকে জোড়া চন্দ্রমল্লিকার ঝাড় আর বেশ হাওয়াই ছায়া দেইখা ঝাড়ের বেদির দিকে আগায় তারা। কী হইতে কী যে হয়, মুরব্বি মানার দিকেও ধাত নাই আজকালকার পোলাপাইনের, ভাবতে ভাবতে দাড়ির গোছা হাতান আমিন সাব। দুই পাশে মাসুদ-মাসুম গজরায়। থাইমা যান আমিন সাব, দুই ভাইরে কীভাবে কইবেন তিনি, শেষে ডান হাতের তর্জনি তুইলা দেখান ঝাড়ের বেদির দিকে, বেদির সিমেন্ট ঢালাইয়ের গায়ে ছোট্ট একটা বাক্য, কী যে তেজ তার, চোখ ঝলসে যায় যায় দুই ভাইয়েরই, বুক কেঁপে ওঠে পাষাণ দুয়েরই, কী লেখা সেটা, আরেকটু জুম করি আসেন, আরেকটু, হ্যাঁ এইতো ক্লিয়ার—‘দুটা গাছই চন্দ্রমল্লিকা, আমার দু’বাপ মাসুদ-মাসুম এরা’।

আমিন সাবের বুকে ততক্ষণে শিল পড়া বৃষ্টির শব্দ, একেকটা পাথর-সমান শিল!

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী