X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পুনম

রুবাইদ আহমেদ
১৯ এপ্রিল ২০২০, ১৫:৩০আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১৫:৩০

করোনায় আমরা ভীত নই। বরং মোকাবেলা করছি গৃহে অন্তরীণ থেকে। এতে হয়ত কিছুটা বাড়তেও পারে মানসিক চাপ। তাই আসুন, খুলে দেই মনঘরের জানালা। নিজেকে চালিত করি সৃজনশীলতায়। আপনি নিয়মিত লিখছেন, বা এটাই হতে পারে আপনার প্রথম গল্প। লিখুন ফেসবুকে।  চটজলদি ৫০০ শব্দের গল্প, বাংলা ট্রিবিউনের জন্য। একইসঙ্গে নমিনেট করুন আপনার পছন্দের আরও ১০ জন লেখককে। সেরা ১০ জন লেখক পাচ্ছেন কাগজ প্রকাশনের বই। আর অবশ্যই হ্যাশট্যাগ দিন #বাংলাট্রিবিউনসাহিত্য পুনম পুনম ছবি আঁকে। ছোটবেলায় অনেকগুলো শখ ছিল ওর। এখন শুধু আঁকার শখটাই রয়ে গেছে। হয়তো এই ভালো লাগাটা আছে বলেই ও বেঁচে আছে। ব্রেকাপের পর মেয়েটার জীবনে কী এক ঝড়টাই না বয়ে গেল! সারাদিন ঘরে বসেই কাটিয়ে দেয় ও। মন চায় স্বেচ্ছায় জীবনের ইতি টানতে। অনেকবার চেষ্টাও করেছে। খুব বেশি খারাপ লাগলে ও রংতুলি নিয়ে বসে কিছুক্ষণ। দেশের ছবি আঁকে। একটা সবুজ পৃথিবীর ছবি আঁকে। সবুজ পৃথিবীর ছবি দেখলে ওর মন হালকা হয়ে যায়।

সেদিনও পুনম বারান্দায় দাঁড়িয়ে জলরঙে ক্যানভাস রাঙাচ্ছে। মৃত একটা শুকনো বৃক্ষের ডালে একটা মানুষ ঝুলে আছে। গলায় রশি বাঁধা। আঁকতে আঁকতে ও ভাবে, মানুষের গলায় রশি খুব অসুন্দর। কোথা থেকে হঠাৎ একটা চড়ুই উড়ে এসে জলরঙের প্লেটটায় পড়ে। রং মেখে একদম সঙ হয়ে যায় চড়ুইটা। পুনম হাসি ধরে রাখতে পারে না এই দৃশ্য দেখে। অনেকদিন পর একটু ফিক করে হেসে ফেলে ও। আর উড়তে পারছে না দেখে পুনম পাখিটাকে হাতে তুলে নেয়।

শাওয়ারের নিচে হালকা করে ভিজিয়ে নেয় পাখিটাকে। রংগুলো ওঠে না ঠিকমতো। হালকা রঙিন চড়ুইটাকে দেখতে বেশ সুন্দর লাগে। পুনম গা মুছে দিয়ে ওকে ছেড়ে দেয় বারান্দায়। চড়ুইটা যায় না। উড়ে গিয়ে ওর পিয়ানোর ওপর বসে।

‘কিরে,যাবিনা?’ পুনম বলে।
চড়ুইটা যেন বলতে চায়, ‘এটা কী? এটা আমার পছন্দ হয়েছে।’
ও পিয়ানোর কাছে এগিয়ে যায়। টুলটা টেনে বসতে বসতে বলে, ‘আচ্ছা, তোকে একটা গান শোনাই তাহলে।’

পুনম গান ধরে, ‘যেটুকু সময় তুমি থাকো পাশে...হৃদয় জুড়ে নামে অথৈ আঁধার।’ গান গাওয়ার সময় চড়ুইটা পিয়ানো থেকে ওর হাত বেয়ে গায়ে উঠে পড়ে। পুনমের মনে হয় এর চেয়ে সুন্দর মুহূর্ত ওর জীবনে আর আসেনি। আনন্দে ওর চোখ বুজে আসে। গান শেষ হলে চড়ুইটা উড়ে যায়।

পুনমের ভীষণ মন খারাপ। চড়ুইটা চলে যাওয়ায় ওর কেমন যেন লাগে। মনে হয়, চড়ুইটার সঙ্গে সেদিনের মতো গান করে ও হাজার বছর কাটিয়ে দিতে পারত। ঠিক যেমন রুদ্রের সঙ্গে একজীবন থাকার স্বপ্ন দেখত ও। দিনগুলো অনেক সুন্দর ছিল। ভাবতে ভাবতে ও ঘুমিয়ে পড়ে।

চড়ুইটা আবার আসে। পুনম ওর দিকে অভিমান নিয়ে তাকায়। কথা বলেনা। পাখিটা কথা বলে। পুনম স্পষ্ট শুনতে পায়। চড়ুইটা বলে, ‘জীবনটা সুন্দর। প্রতিটা মুহূর্তই উপহার। প্রতিটা দিনই নতুন। তুমি যদি সরে যাও জীবন থেকে, তাহলে আর কখনো ফিরতে পারবে না। কিন্তু যদি উড়ে চলো, জীবন তোমাকে উপহার দেবে। সুন্দর সময় দেবে। সুখস্মৃতি দেবে। মাঝেমধ্যে জীবন যেন আমাদের কিছুই দেয় না। তখন আমাদেরকে শুধু জীবনের জন্য বাঁচতে হয়। কারণ জীবনটা অনেক সুন্দর।’ এসব বলে পাখিটা উড়ে যায়। হারিয়ে যায় ছুটে চলা একঝাঁক চড়ুইয়ের দলে।

পুনমের ঘুম ভাঙে। বারান্দা দিয়ে সূর্যের সোনালি আলো এসে ওকে আদর করে। পুনম বলে ওঠে, ‘বাহ্! জীবনটা তো বেশ সুন্দর।’

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী