X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফুলতির ছোট ঈদ

খোরশেদ আলম
২১ এপ্রিল ২০২০, ১৬:২১আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১৬:২৩

করোনায় আমরা ভীত নই। বরং মোকাবেলা করছি গৃহে অন্তরীণ থেকে। এতে হয়ত কিছুটা বাড়তেও পারে মানসিক চাপ। তাই আসুন, খুলে দেই মনঘরের জানালা। নিজেকে চালিত করি সৃজনশীলতায়। আপনি নিয়মিত লিখছেন, বা এটাই হতে পারে আপনার প্রথম গল্প। লিখুন ফেসবুকে। চটজলদি ৫০০ শব্দের গল্প, বাংলা ট্রিবিউনের জন্য। একইসঙ্গে নমিনেট করুন আপনার পছন্দের আরও ১০ জন লেখককে। সেরা ১০ জন লেখক পাচ্ছেন কাগজ প্রকাশনের বই। আর অবশ্যই হ্যাশট্যাগ দিন #বাংলাট্রিবিউনসাহিত্য ফুলতির ছোট ঈদ ষড়ঋতুর হিসাবমতে সময়টা বর্ষাকাল। শ্রাবণের ঘন বর্ষণে ব্রহ্মপুত্র কানায় কানায় পূর্ণ। মনে হয় যেন ২১ বছরের যুবতী নারীর মতো সদ্য ভরা যৌবনে পা দিয়েছে। এক প্রান্তে দাঁড়িয়ে আরেক প্রান্ত দেখার কোনো ফুসরত নেই। ওপারে দুর্গম দ্বীপ চরটির বালুময় বুকে নদীভাঙা মানুষজন সবেমাত্র বসতি শুরু করেছে। মাঝরাতে হাজরা বিবি প্রসব ব্যথায় কাতর। ছোট্ট সেই ডিঙি নৌকায় ভর করে তাকে কাইমপাড়ে আনবার উপায়ান্তর নেই। রাতের গভীরতার সঙ্গে ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে লাগল। মাগো বাবাগো চিৎকারে পাশের বাড়ির চাচি একপা দুপা করে এগিয়ে আসে। রাত ভোর হলো। মুয়াজ্জিনের আজানের ধ্বনি ভেসে আসছে; হাজরা বিবির ইয়া আল্লাহ বলে সজোরে চিৎকারে একটা ফুটফুটে মেয়ের জন্ম হয়। হাজরা বিবি হাঁসফাঁস করছে। মেয়ের মুখপানে চোখ বুলিয়েই মাটিতে নুয়ে পড়ল। নিথর দেহটির নাকের কাছে হাত নিতেই বোঝা গেল হাজরা আর নেই। পুবদিকে রক্তমাখা লাল সূর্য উদয় হলো। বাবা মন্টু মেয়েকে কোলে নিয়ে নানা প্রলাপ করছে। চোখ বন্ধ করে ভাবতে চেষ্টা করল। সমাধান না পেয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, ‘আইজ থাইক্যা আমিই তর মা, আমিই তর বাপ!’

ফুলের মতো ফুটফুটে মেয়েটার নাম হয়ে যায় ফুলতি। সে ফোর পাস করে ক্লাস ফাইভে ওঠে। পড়াশুনায় অনেক ভালো। মাস্টারমশাই, সহপাঠী, বন্ধুবান্ধব সবার ভালোবাসায় সে সিক্ত। মন্টুর শরীর দিন দিন ন্যুব্জ হয়ে আসছে। এখন আর ভারী কাজ করতে পারে না। সামান্য আয়-রোজগার যা হয়, তাতে দুজনের দুমুঠো ডাল ভাতের জোগান দেয়া দায়। সংসারের অভাব-অনটন বাড়ছে। অনাহারে অর্ধাহারে দিন কেটে যায়। সিক্সে ওঠার পর অভাব অনটনে ফুলতির পড়ালেখা বন্ধ হয়ে যায়।

পাড়ার চুমকির সঙ্গে ঢাকায় পাড়ি জমায় ফুলতি। কিশোরী বয়সে যখন চিড়িয়াখানা, জাদুঘর ঘুরে বেড়ানো কিংবা স্কুলে সহপাঠীদের সঙ্গে গোল্লাছুট খেলার কথা, অবলা মেয়েটা তখন গার্মেন্টসকর্মী। সামান্য বেতন-ভাতায় খাওয়া থাকাই শক্ত! তবু ওভারটাইম, নাইটবিলের টাকা বাঁচিয়ে বুড়ো বাপের জন্য পাঠায়।

কারখানার কাজে চুন থেকে পান খসলেই চর থাপ্পড় আর গালমন্দ; কমতি নেই কোনো কিছুর। সে ভাবে ‘দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কী?’ সময়ের স্রোতে গা ভাসিয়ে ডাল ভাতের মতোই হজম করে সব।

ফুলতি কিছুদিন আগে সাভারের একটি স্বনামধন্য পোশাক কারখানায় নতুন চাকরি নেয়। তার পদবি সুইং অপারেটর। প্রথমদিন ইন্টারভিউয়ের সময় তো সে এক মহাকাণ্ড ঘটেছিল। সিসি ফুটেজে পারফরম্যান্স দেখে ফ্যাক্টরি ম্যানেজার স্বয়ং হাজির। ফুলতির দক্ষতা দেখে মুগ্ধ হয়ে বেতনও ধরলেন বেশ ভালো। খুশিতে আত্মহারা ফুলতি মনে মনে ভাবছে ‘বাবা তোমারে আর ভাঙা খড়ের ঝুপড়ি ঘরটাতে থাকতে হইব না। এইবার ছোট ঈদে বাড়িত গিয়া তোমার জন্য বড় একটা চৌচালা টিনের ঘর তুইলা দিমু।’

করোনায় ঢাকা শহর এখন নির্জন। সরকারি-বেসরকারি অফিস আদালত প্রায় সবই বন্ধ। ফুলতিদের কারখানা চলছে। বসের হুমকি, নিয়মিত কাজে না গেলে চাকরি তো যাবে, পাবে না বকেয়া বেতনও। গাড়ি-ঘোড়া সব বন্ধ। প্রতিদিন ফজর হতেই ভাতের বাটি নিয়ে বিরান পথে হেঁটে চলে ফুলতি। সন্ধ্যায় কারখানা ছুটির পর আবার হেঁটেই ফিরতে হয় দীর্ঘ পথ। গত সপ্তাহে হঠাৎ জ্বর, পাতলা পায়খানা আর বমি। সঙ্গে নাকি শুকনো কাঁশি আর গলাব্যথাও। তিন দিন পর বাড়িওয়ালার খোঁজ। অবস্থা দেখে মুহূর্তেই হটলাইনে কল—

‘হ্যালো, স্বাস্থ্য বিভাগ থেইক্যা বলতাছেন?’

‘হ্যাঁ, আপনি কে এবং কোথা থেকে বলছেন?’

‘আমি নাসির তালুকদার সাভার থেইক্যা।’

‘আমার এক ভাড়াইট্যার করোনা উপসর্গ দেখা যাইত্যাছে।’

‘আচ্ছা, আপনার বাসার ঠিকানা বলুন আমাদের লোক পৌঁছে যাবে।’

স্যাম্পল নেয়ার ২৪ ঘণ্টা পর বাড়িওয়ালাকে ফোনে জানিয়েছে, ফুলতির করোনা পজিটিভ!

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা