X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

স্বর্ণ পাঁপড়ি নাকফুল মেঘজল রেশমি চুড়ি

শরীফ শামিল
০২ ডিসেম্বর ২০২০, ১৫:৫৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৫:৫৭

স্বর্ণ পাঁপড়ি নাকফুল মেঘজল রেশমি চুড়ি আমার রঙমহল ছিলো না, রাজমহল তো ছিলোই না; সামান্য একটা জলমহলও ছিলো না। ছিলো শুধু এক কল্পমহল। এখানে সবই দেখছি মনোহর কিন্তু কল্পমহলটাই নাই আমার!

—আমি এখন কোথায়?

—তুমি এখন স্বর্গে। প্রভুর গম্ভীর কণ্ঠ শুনে সম্বিৎ ফিরে পাই। আর তৎক্ষণাৎই স্মরণ করতে পারি আমার জাগতিক জীবনের খণ্ড খণ্ড অংশগুলোকে।

—আমি তো নষ্টমানুষ ছিলাম।নষ্টমানুষ স্বর্গ লাভ করে—কীভাবে?

—তুমি নষ্ট ছিলে না। নষ্টামির আয়োজন ছিল তোমাকে ঘিরে। তোমার মন আমার স্বর্গেরই একটা অংশ ছিল।

সামনের বাগানটাতে একদল লোক দাঁড়িয়ে আছে। ওরা স্বর্গ শিমুল স্বর্গ গোলাপ ছু্ঁড়ে ছুঁড়ে আমাকে স্বাগত জানায়। আমার কেবল বিস্মিত হবার পালা চলছিল। প্রভুকণ্ঠ উচ্চকিত হয়।

—ওই লোকগুলো স্বর্গ লাভ করেছে।

—হ্যাঁ।আমরা স্বর্গ-শান্তি-কাননে আছি।তুমিও এসো বন্ধু। আমাকে আহবান করে ওরা। পরক্ষণেই চুপচাপ। তাদের সাড়া আছে, শব্দ নেই। তাড়া আছে ক্ষীপ্রতা নেই।

—যাও, ওদের সাথে গুলতানি করো। তারপর তোমার জন্য নির্দিষ্ট ঘরে ফিরে যাবে তুমি। প্রভু বললেন।

আমার স্বর্ণ-রৌপ্য খচিত ঘরটা থেকে আলো বিচ্ছুরিত হচ্ছিল। ও-ঘরে দাসদাসী আছে, কয়েকজন হুরীও আছে—আমি ওদের মালিক বনে গেছি! আমি তো মালিক হতে চাইনি কখনোই।

আমি স্বস্তি-শান্তি পাচ্ছি না। স্বর্গের এত নাজ নেয়ামত পেয়ে, আমিও নাকি ভুলে যাব মাটির পৃথিবীকে!

আমি প্রভুর দিকে তাকালাম—প্রভু তখন প্রস্থানোদ্যত।

—প্রভু। আমি এখানে যা চাইব, তাই যদি পাই, তাহলে প্রথমেই আমার জাগতিক প্রিয়াকে চাইছি। যাকে কথা দিয়েছিলাম, সামনে সপ্তাহে একটা স্বর্ণ পাঁপড়ির নাকফুল কিনে দেব আর মেঘজলা একগোছা রেশমি চুড়ি কিনে দেব। আমার মাত্র এক ছটাক জমি ছিল। পুঁজি ছিল তিনশো তেপান্ন টাকা...

—আগামী কাল থেকে বিস্মরণে ডুবে যাবে তুমি...

প্রভুর বলা কথাটা আমার বুঝতে অসুবিধা হয় না। আমি তাঁর দিকে তাকাই  ফ্যালফেলিয়ে।—প্রভু আপনাকে কেমন করে বুঝাই : আমি আমার প্রিয়াকে ভুলতে পারব না; ভুলতে চাইও না।

আমি স্বর্গে বসেও লিখতে চাই। জগতে আমি স্বাধীনভাবে কিছুই লিখতে পারিনি। এখানে নিশ্চয় আমার স্বাধীনতা খর্বিত হবে না।

প্রভু সত্যি অন্তর্যামী। তিনি আমার অন্তর শ্লেটে লেখা কথা, পড়ে ফেলছেন। মিটিমিটি হাসছেন তিনি।

আমি তখন পঙক্তি সাজাই : অপ্রাপ্তিগুলো ঘোড়সওয়ার হয়ে মিছিল করে, স্লোগান মুখর হয় আমার স্বর্গীয় মন-আত্মা। কেন যে, প্রিয়ার কালো দু’চোখ টানতে থাকে আমাকে—মাটির পৃথিবীর দিকে। প্রভু আরেকবার আমি যেতে চাই, আমার প্রিয়ার কাছ থেকে আরেকবার ভালবাসার আদর পেয়ে ও শতবার আঘাতপ্রাপ্ত হয়ে, তৃপ্ত হতে চাই...

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন