X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

জাবির প্রতি আসনে লড়বে ১০০ ভর্তিচ্ছু

সোয়াইব রহমান সজীব
০৮ নভেম্বর ২০১৬, ২১:০৮আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ২১:২৬
image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ১৯ নভেম্বর। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এতে বিশ্ববিদ্যালয়ের প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০০ জন ভর্তিচ্ছু। ৬টি অনুষদ ও ২টি ইনস্টিটিউটের মোট দুই হাজার আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৯৯ হাজার ২৮ জন ভর্তিচ্ছু। 

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহাম্মদ আলী মঙ্গলবার দুপুরে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া গত ৪ অক্টোবর শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলে। তবে ভর্তিচ্ছুদের সুবিধার্থে গতকাল ৭ নভেম্বর পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার সুযোগ দেয়া হয়েছিল। গতকাল পর্যন্ত যারা ফি পরিশোধ করতে পেরেছেন তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

শিক্ষা শাখার তথ্য মতে, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে (এ ইউনিট) ৪৩ হাজার ৯৬২ জন, সমাজবিজ্ঞান অনুষদে (বি ইউনিট) ২১ হাজার ৭২৩ জন, কলা ও মানবিকী অনুষদে (সি ইউনিট) ২৮ হাজার ৬৭৫ জন, জীববিজ্ঞান অনুষদে (ডি ইউনিট) ৫১ হাজার ২৪০ জন, বিজনেস স্টাডিজ অনুষদে (ই ইউনিট) ১৩ হাজার ৫৭৩ জন, আইন অনুষদে (এফ ইউনিট) ১৫ হাজার ৪২৭ জন, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউতে (জি ইউনিট) ৮ হাজার ৮৪৮ জন এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি-আইআইটিতে (এইচ ইউনিট) ১৫ হাজার ৫৮০ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।

মোহাম্মদ আলী জানান, আগামীকাল বুধবার কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভায় ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও আসন বিন্যাস নির্ধারণ করা হবে। শীঘ্রই তা দৈনিক পত্রিকা ও ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনও তথ্য জানতে পারবেন এই ওয়েবসাইটে- https://ju-admission.org

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজপড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
‘অপতথ্য রোধে সরকার, গণমাধ্যম এবং সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে পারে’
‘অপতথ্য রোধে সরকার, গণমাধ্যম এবং সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে পারে’
গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর
গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে