X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রাবি’র আবাসিক হলে নিরাপত্তা বৃদ্ধির দাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৬, ১৬:০০আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৬:০১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে নিরাপত্তা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সাম্প্রতি হলে শিক্ষার্থী হত্যা এবং ল্যাপটপ, মুঠোফোন, সাইকেলসহ প্রয়োজনীয় জিনিসপত্র চুরির প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে এ কর্মসূচির আয়োজন কর হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে। এসময় প্রশাসনের পদক্ষেপ কামনা করে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের মানববন্ধনে দাঁড়াতে দেখা যায়।

মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, হলে নিজের রুমেও আমরা নিরাপদ নই। যার কারণে অতীতে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটছে। লিপু হত্যাকাণ্ড এ নিরাপত্তাহীনতার ফল। আমর এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চাই।

হল গুলোতে চুরির প্রবণতা প্রসঙ্গ টেনে শিক্ষার্থীরা আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত পরিবার থেকে আসে। অনেক কষ্ট ল্যাপটপ বা কম্পিউটার কিনতে হয়। সেখানে আমরা অ্যাকাডেমিক বই, থিসিস পেপার, এসাইনমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যাদি রাখি। কিন্তু বর্তমানে হলগুলোতে ল্যাপটপসহ প্রয়োজনীয় জিনিসপত্র চুরির প্রবণতা প্রকট আকার ধারণ করেছে।

এসব চুরির ব্যাপারে হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব ভুমিকার সমালোচনা করেছেন শিক্ষার্থীরা। তারা বলেন, নিরাপত্তার ব্যাপারে প্রশাসনকে বারবার জানালেও নূন্যতম সাহায্য মেলে না। এমনকি চুরির ঘটনা হলের প্রাধ্যক্ষকে জানালে তিনি উল্টো রাগ দেখান বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা হলগুলোতে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরা লাগানোরও দাবি জানান।

মানববন্ধনে শের-ই-বাংলা হলের আবাসিক শিক্ষার্থী মাহফুজ মুন্নার সঞ্চালনায় বক্তব্য দেন হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী মাসুদুর রহমান সোহেল, শের-ই-বাংলা হলের আবাসিক শিক্ষার্থী আবুল কালাম আজাদ, শামসুজ্জোহা হলের আবাসিক শিক্ষার্থী মুমিনুল ইসলাম প্রমুখ।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ