X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

শাবিতে ওরিয়েন্টেশন আয়োজনে জায়গা সংকট!

শাবি প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৭, ১৬:৪৪আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৮:৩৪

শাবি ওরিয়েন্টেশন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ২৬তম ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ায়ে অল্প জায়গার মধ্যে অধিক শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন দেওয়া হয়।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন শুরু হয়। পরে এ আয়োজনে ১৪০০ আসন বিশিষ্ট অডিটোরিয়ামে ২ হাজার অধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। সে সময় নবীন শিক্ষার্থীরা বসার জায়গা না পেয়ে অনেকেই দাঁড়িয়ে থাকেন। এ ঘটনায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এমনকি অন্যান্যবার ওরিয়েন্টেশনের দিনে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ডায়েরি দেওয়া হলেও এবার তা দেওয়া হয়নি।

অনুষ্ঠানে শাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে এমএ মান্নান নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, সৌহার্দ্য, সম্প্রীতি, উদারতা ও অসাম্পাদিয়কতার মনোভাবকে ধারণ ও লালন করতে হবে এবং বাংলাদেশকে সত্যিকারের সোনার বাংলায় পরিণত করতে হবে।

জায়গা সংকটের ব্যাপারে জানতে চাইলে ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক বেলায়েত হোসেন বলেন, প্রতিবছর এভাবেই ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা হয়। অডিটোরিয়ামের বাইরে আলাদা কোনও বসার ব্যবস্থা থাকে না। আসলে মূল কমিটিতে আমি ছিলাম না। ভর্তি চলমান সময়ে আমরা পর্যাপ্ত বসার ব্যবস্থা করেছিলাম বলে জানান তিনি। তবে এবার শাবিতে নতুন দুটি বিভাগ ও কোটায় অধিক পরিমাণ শিক্ষার্থী ভর্তি করানো হয়।

ডায়েরির বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, টেন্ডার সামিট করে, টেকনিক্যাল কমিটির মিটিং হয়ে কাজের জন্য সময় নির্ধারণ করা হয়। তবে এ সময়ের ভিতর ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু হয়েছে। সে কারণেই ডায়েরি দেওয়া সম্ভব হয়নি। আর তাড়াহুড়া করে দিলেও সেটার মান ভালো হতো না, সে কারণেই দেরি করা হচ্ছে বলে জানান তিনি। তবে শাবির ভর্তি পরীক্ষা গত বছরের ২৬ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, অধ্যাপক ড. কামাল আহমেদ চৌধুরী, অধ্যাপক ড. মো. কবির হোসেন এবং অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?