X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে সুস্থ সংস্কৃতি চর্চা প্রয়োজন : প্রতিমন্ত্রী

জবি প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৩

জবি`র আলোচনা অনুষ্ঠান মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি না করে অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তোলার চেতনায় সবাইকে কাজ করতে হবে। এজন্য দরকার সুশিক্ষা, অসাম্প্রদায়িক  চিন্তা-চেতনার বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চা।

বৃহস্পতিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সরস্বতী পূজা উপলক্ষে কেন্দ্রীয় পূজা কমিটি আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। আর জাতিগত ঐক্যই হচ্ছে সংস্কৃতি। ঐক্যবদ্ধভাবে না থাকলে কোন জাতিই টিকে থাকতে পারে না।

তিনি বলেন, বাঙালি জাতির অনেক ঐতিহ্য রয়েছে। সুপ্রাচীনকাল থেকে এদেশের বিভিন্ন ধর্মের লোক মিলেমিশে বাস করে আসছে।

 আলোচনা সভায় জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ঐতিহ্যগতভাবেই আমাদের দেশে নানা ধর্মের লোক একসঙ্গে বসবাস করে আসছে। দেশের বিশাল জনগোষ্ঠীর অধিকাংশ মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান।

তিনি বলেন, শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে কোন দেশ টিকে থাকতে পারে না। বহুমাত্রিক সামাজিক ধারণা না থাকায় পৃথিবীর অনেক রাষ্ট্র ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এইসব থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে নিজেদের বিশ্বাস অক্ষুন্ন রেখে অন্যদের বিশ্বাসকে শ্রদ্ধা করতে হবে। উন্নত দেশ গঠনের জন্য হানাহানি, মরামারি ও বিভেদ পরিহার করে ঐক্যবদ্ধ থাকতে হবে।

কেন্দ্রীয় পূজা কমিটির সভাপতি অধ্যাপক ড. প্রিয়ব্রত পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পূজা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী।

অনুষ্ঠানে এ বছরের সরস্বতী পূজায় নাট্যকলা বিভাগের পূজা মণ্ডপকে প্রথম, অর্থনীতি ও চারুকলা বিভাগের পূজা মণ্ডপকে যৌথভাবে দ্বিতীয় এবং একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ও পরিসংখ্যান বিভাগের পূজা মণ্ডপকে যৌথভাবে তৃতীয় স্থান ঘোষণা করা হয়।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত
হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?