X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ঢাবিতে অ্যাডভোকেট ওজায়ের ফারুক স্মৃতি বৃত্তি প্রদান

ঢাবি প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০২

বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ১ম বর্ষ এলএল.বি. (সম্মান)  পরীক্ষায় ‘ল’ অব কন্ট্রাক বিষয়ে সর্বোচ্চ জিপিএ অর্জন করায় ৩ মেধাবী শিক্ষার্থীকে “সিনিয়র অ্যাডভোকেট ওজায়ের ফারুক স্মৃতি বৃত্তি” প্রদান করা হয়েছে। বৃত্তি প্রাপ্তরা হলেন - সাইমী ওয়াদুদ, মো: আজহার উদ্দীন ভূঁইয়া এবং জান্নাতুল ফেরদৌস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উপাচার্য লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও ক্রেস্ট তুলে দেন।

আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বোরহান উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: রহমত উল্লাহ, অধ্যাপক ড. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক তাসলিমা ইয়াসমীন এবং অ্যাডভোকেট ওজায়ের ফারুকের ছেলে ব্যারিস্টার মোহাম্মদ ইমতিয়াজ ফারুক। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: এনামউজ্জামান অনুষ্ঠান সঞ্চালন করেন।  

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রয়াত অ্যাডভোকেট ওজায়ের ফারুকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, অ্যাডভোকেট ওজায়ের ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে অসাধারণ অবদান রেখে গেছেন। তিনি সব সময় প্রাণবন্ত, দেশ-প্রেমিক এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে একজন নিবেদিত প্রাণ মানুষ ছিলেন। 

উপাচার্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং অ্যাডভোকেট ওজায়ের ফারুকের আদর্শ অনুসরণ করে সৎ, দেশপ্রেমিক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ