X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

শাহানুলের বিডি ফিশপিডিয়ায় মিলবে মাছের সব তথ্য

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৭, ১৯:০০আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ১৯:০৪

শাহানুলের বিডি ফিশপিডিয়ায় মিলবে মাছের সব তথ্য মাছের পরিবার ও প্রজাতির নাম, কে প্রথম গবেষণা করেছে, কোথায় পাওয়া যায়, আকার কেমন ও কোনও রকমের মাছ ইত্যাদি তথ্য পাওয়া যাবে এবার মোবাইল ফোনের একটি এপ্লিকেশনে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিসারিজ বিভাগের শিক্ষার্থীদের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে এই মোবাইল এপ্লিকেশন। ‘বিডি ফিসপিডিয়া’ নামে এই অ্যাপটি তৈরি করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মৎস ও সমুদ্র বিজ্ঞান বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী শাহানুল ইসলাম।

‘বিডি ফিশপিডিয়া’ নামের অ্যাপটিতে ৫৬০টিরও বেশি স্বাদু ও লোনাপানির মাছের ছবিসহ সব তথ্য রয়েছে। বাংলাদেশের মৎস সম্পদকে চোখের পলকে হাতের মুঠোয় আনতে প্রকাশ করা হয়েছে এই এপ্লিকেশন যা চলবে ইন্টারনেট ছাড়াই। শিক্ষার্থীরা মাত্র ৬ এমবি খরচ করেই নিতে পারবে এই এপ্লিকেশনটি।

জানা গেছে, টানা সাত বছরে পরিশ্রম করে অ্যাপটি তৈরি করেছেন শাহানুল। বাংলাদেশের মৎস-সম্পদ সম্পর্কিত সব বই এবং ওয়েবসাইট থেকে তথ্য লিখে প্রথমে একটি নকশা দাঁড় করান যা পরবর্তিতে প্রোগ্রামিং এর মাধ্যমে অ্যাপে রূপান্তর করা হয়।

শাহানুল ইসলাম জানান,বিশ্ববিদ্যালয়ের প্রথম বছরে মৎস বিভাগে ক্লাস চলাকালে এক শিক্ষক একটি মাছের নানান তথ্য নিয়ে আলোচনা করছিলেন। এ সময় তিনি (শিক্ষক) বললেন, ‘ইন্টারনেট থাকলে তোমাদের মাছের ছবিসহ সব তথ্য আর  ভালোভাবে দেখাতে পারতাম।’ ওইদিন শিক্ষকের কথা গুলো শুনে প্রশ্ন করেছিলাম, ‘স্যার এমন কোনও সফটওয়্যার আছে যেটাতে ইন্টারনেট ছাড়াই মাছের সব তথ্য দেখা যাবে।’ তারপর স্যার বলেছিলেন, ‘আমার জানা মতে নাই, কত কত মাছ, কত শত তথ্য, কত বড় হবে সফটওয়ারটা, তুমি বানাও একটা, ভবিষ্যতে আমরা দেখবো।’

শাহানুলের বিডি ফিশপিডিয়ায় মিলবে মাছের সব তথ্য শাহানুল বলেন, ‘স্যারের সেদিনকার কথাটা বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছিলাম। যার ফলাফল হলো ‘বিডি ফিশপিডিয়া’(BD Fishpedia) নামক এই মোবাইল এপ্লিকেশন।’

শাহানুল আরও জানান, মাছের পরিবার ও প্রজাতির নাম, কে প্রথম গবেষণা করেছে, কোথায় পাওয়া যায়, আকার কেমন, রকম কেমন ইত্যাদি তথ্য সংক্ষেপে তুলে ধরা হয়েছে। প্রায় সব মাছের ছবি দেওয়া হয়েছে যাতে শিক্ষার্থীরা প্রয়োজনে ছবি ডাউনলোড করে রাখতে পারে এবং রেফারেন্স দিয়ে পড়াশোনাসহ প্রয়োজনীয় সব কাজে ব্যবহার করতে পারবে।’

কেন শিক্ষার্থীদের জন্য অ্যাপটি প্রয়োজন এমন প্রশ্নের জবাবে শাহানুল জানান, আমাদের দেশের প্রায় সব জায়গায় কম বেশি মাছের চাষ হলেও মাছ সম্পর্কিত সব তথ্য জানতে শরনাপন্ন হতে হয় বই কিংবা ইন্টারনেটের। কিন্তু দেশে ইন্টারনেটের গতি অনেক কম। আবার দাম বেশি হওয়ায় সবাই তা সাধ্য অনুযায়ী কিনতে পারে না।

ছাত্র ছাত্রী শিক্ষক ও গবেষকদের বিভিন্ন মাঠ পর্যায়ের কাজে মাছের কোন তথ্য প্রয়োজন হলে তা সহজলভ্য না হওয়ায় ব্যাহত হতে পারে সে কাজ। এতে গবেষক এবং শিক্ষার্থীদের পড়তে হয় নানা বিড়ম্বনায়। তাই শিক্ষার্থীরা যাতে এসব তথ্য সহজে ইন্টারনেট ছাড়াই পেতে পারে এ কারণে মূলত অ্যাপটি প্রয়োজন বলে মনে করেন ফিসারিজ বিভাগের এই শিক্ষার্থী।

মোবাইল এপ্লিকেশনটি পেতে গুগল প্লে স্টোরে বা অ্যাপ বাজারে গিয়ে বিডি ফিশপিডিয়া ( BD Fishpedia ) ইংরেজিতে লিখলেই চলে আসবে বলে জানান শাহানুল ইসলাম।

/এমডিপি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ