X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তিভিত্তিক ক্লাবের যাত্রা শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৫ মে ২০১৭, ১৫:২৬আপডেট : ২৫ মে ২০১৭, ১৬:০০

আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তিভিত্তিক ক্লাবের যাত্রা শুরু আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়ে গঠিত প্রযুক্তিভিত্তিক ক্লাব ‘আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-ইনোভেশন অ্যান্ড ডিজাইন ক্লাব (এইউএসটি-আইডিসি)’ এর কমিটি গঠনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাবটির কার্যক্রম শুরু হয়।

তড়িৎ প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সত্যেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম এম শফিউল্লাহ, বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. কাজী শরীফুল আলম  ও ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. শারমিন রেজা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘প্রযুক্তির এ যুগে বিশ্ববিদ্যালয়ের মানকে ধরে রাখতে এসব বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক ক্লাবের ভূমিকা অপরিহার্য।’ তিনি আরও বলেন, ‘এ ক্লাবের সাহায্যে শিক্ষার্থীরা যাতে তাদের আত্মউন্নয়ন ও প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের মান ধরে রাখতে পারে ক্লাবটির সেরকম মান ও সেবা নিশ্চিত করবে।’
সভাপতির বক্তব্যে অধ্যাপক সত্যেন বিশ্বাস বলেন,‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃষ্টিশীল চিন্তাভাবনাকে বাস্তবতার রূপ দেওয়ার ভালো একটি প্লাটফর্ম হিসেবে কাজ করবে এই সংগঠনটি।’

ক্লাবের প্রতিষ্ঠাকালীন ১১ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে অধ্যাপক ড. সত্যেন বিশ্বাস, ট্রেজারার হিসেবে সহকারী অধ্যাপক যুবায়ের হোসেন, সহ-সভাপতি হিসেবে শিক্ষার্থী দীপ্তংশু মজুমদার রাতুল, সাধারণ সম্পাদক হিসেবে রিদোয়ান রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাসিব রহমান, তানজিম উল হক এবং নির্বাহী সদস্য শামীম মাহফুজ, খান মোহাম্মদ হাসিব, মাহমুদুল হাসান সৌরভ, আল আমিন নীরব ও আশরাফ বিন রহমান দায়িত্ব নেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
উপজেলা নির্বাচনপ্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
বিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র