X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

চার দফা দাবিতে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

রাবি প্রতিনিধি
২৩ জুলাই ২০১৭, ১৪:২৪আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৪:২৯

চার দফা দাবিতে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন হল ডাইনিং এ খাবরের মান বৃদ্ধি এবং বাসের ট্রিপ বাড়ানোসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১২টায় প্যারিস রোডে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অন্য দুটি দবি হলো, সপ্তাহে সাতদিন কেন্দ্রীয় গ্রন্থাগার খোলা রাখা এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন প্লাকার্ড হাতে দাঁড়িয়ে ছিল। এ সময় তাদের প্লাকার্ডে ‘মানি না, মানবো না, পচাঁ ডাল আর খাবো না’, ‘পানির পরিবর্তে ডাইনিং এ ডাল দিন’, ‘আমাদের প্রতিবন্ধী নয়, সাবলম্বী করুন’, ‘লাইব্রেরি আমার, পড়বো আমি সপ্তাহে সাতদিন’, ‘শিক্ষার্থীদের ঠিকানা এবং লাইব্রেরি আর বন্ধ চাই না’ ইত্যাদি লিখা ছিলা।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিককালে ডাইনিংগুলোতে খাবারের দাম বাড়ানো হলেও খাবারের মান বাড়েনি। হলগুলোতে যে খাবার পরিবেশন করা হয়, তা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর আমাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে, তাহলে আমরা দেশকে কী দেবো?’

বাসের ট্রিপ কমানোর প্রতিবাদ জানিয়ে বক্তারা আরও বলেন, যেখানে বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ যোগ হচ্ছে, শিক্ষার্থী বাড়ছে, সেখানে কর্তৃপক্ষ কোনও যুক্তিতে বাসের ট্রিপ কমিয়ে দিল। এছাড়া ক্যাম্পাস সপ্তাহে দু’দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন, তা আমাদের বোধগম্য নয়।

এ সময় বক্তারা ক্যাম্পাসে বহিরাগতদের অবাধে যাতায়াত বন্ধ এবং সান্ধ্য আইনের নামে হয়রানি বন্ধ করতেও কর্তৃপক্ষের কাছে দাবি জানায়।

মানববন্ধনে ছাত্র ফেডারেশনের রাবি শাখার সভাপতি ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী কিংশুক কিঞ্জল, গণিত বিভাগের হাবীব, নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার আলম, ফলিত গণিত বিভাগের শাহাদাত হোসেন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের এস এম মিঠু ও অর্থনীতি বিভাগের ইশতিয়াক আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

প্রসঙ্গত, ঈদের ছুটির পর থেকে হল ডাইনিং এর খরচ দুপুরে ২০ থেকে ৪টাকা বাড়িয়ে ২৪ টাকা এবং রাতে ১৬ থেকে ১৮টাকা করা হয়। এছাড়া ক্যাম্পাস থেকে ছেড়ে যাওয়া বাসের ট্রিপ ৮টি থেকে কমিয়ে ৪টিতে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এছাড়া সপ্তাহে দু’দিন ক্যাম্পাস বন্ধ থাকায় গ্রন্থাগারও দুদিন বন্ধ থাকছে।
/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা