X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ইবি সিএসই বিভাগের শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

ইবি প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৭, ২১:০৮আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ২২:৩৫

ইবি সিএসসি বিভাগের শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট  ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা সেশনজট এবং নিয়মিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দাবিতে উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর কাছে স্বারকলিপি প্রদান করেছে। রবিবার (১৯ নভেম্বর) দুপুর ১টায় প্রশাসনিক ভবনের সামনে তারা অবস্থান ধর্মঘট পালন করে।

ধর্মঘট পালন শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ারুল হকের নেতৃত্বে শিক্ষার্থীরা উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করে। এসময় শিক্ষার্থীদের হাতে  ‘পায়ে ধরি স্যার, দয়া করে পরীক্ষা নিন, সেশনজট থেকে মুক্তি চাই, শিক্ষকদের রাজনীতির বলি কেনো আমরা, সমাবর্তনে অংশ নিতে চাই’  এমন পোস্টার ও ফেস্টুন দেখা যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইবির সিএসই বিভাগের অনার্স এবং মাস্টার্সের পাঁচ বর্ষের মোট আটটি ব্যাচ রয়েছে। ওই বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এখনও ৪র্থ বর্ষে এবং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এখনও তাদের পরীক্ষা শেষ করতে পারেনি। এতে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৪র্থ সমাবর্তনেও অংশ নিতে পারছেনা তারা। এছাড়াও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের (অনার্স) দ্বিতীয় বর্ষের পরীক্ষা হয়নি এখনও। কোনো ব্যাচেই নিয়মিত ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় ২-৩ বছর করে সেশনজটে ভুগছে বিভাগের শিক্ষার্থীরা।

বিভাগীয় সূত্রে জানা যায়, বার বার পরীক্ষা কমিটি করে দেওয়া হলেও নিজেদের ভেতর কোন্দলের কারণে পদত্যাগ করেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিভাগের এক শিক্ষার্থী জানান, ‘বিভাগের শিক্ষকদের মাঝে গ্রুপিংয়ের ও রাজনীতির কারণেই সেশনজটের কবলে পড়ছি আমরা।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। বিষয়টি খুবই দুঃখজনক। আগামীকাল বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্টা করবো।’ 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস