X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রাবিতে বসছে ‘মিডিয়া সেন্টার’

রাবি প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৮, ১৬:১৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৬:২৯
image

প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চালু হতে যাচ্ছে ‘মিডিয়া সেন্টার।’ বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর মেয়াদী ‘মাস্টার প্ল্যান’-এর অধীনে এ সেন্টারের কাজ শুরু হবে। সোমবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

রাবিতে বসছে ‘মিডিয়া সেন্টার’
অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বলেন, ‘তথ্যপ্রযুক্তির অভাবনীয় উৎকর্ষতার এই যুগে মিডিয়া সেন্টারের প্রয়োজনীয়তা অনুভব করছি। এ বিষয়ে আপনাদেরও  ইতিবাচক মতামতের ভিত্তিতে আজকের এই সভা থেকে মিডিয়া সেন্টারকে মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত করা হলো।’
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। তিনি বলেন, ‘ছোট-বড় প্রতিষ্ঠানে রুটিন ওয়াইজ কিছু কাজ থাকে যার মধ্যদিয়ে সময় কাটিয়ে দেওয়া যায়। যা বিভিন্ন সরকার বিগত সময়গুলোতে করেছে। সময়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কলেবর বাড়ছে। তাই কলেবরের বিষয়টি চিন্তা করে আগামী ৫০ বছরে বিশ্ববিদ্যালয়ের পরিধি কেমন হবে তা নিয়ে মাস্টার প্ল্যান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেননা যত্রতত্র অবকাঠামো নির্মাণে বিশ্ববিদ্যালয়ের নান্দনিকতা থাকে না।’
সভায় মাস্টার প্ল্যান কমিটির সদস্য ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক রকীব আহমদ ও অধ্যাপক রেজাউর রহমান ৫০ বছর মেয়াদী মাস্টার প্ল্যানের বিভিন্ন অবকাঠামোগত বিষয়গুলো প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকারের সঞ্চলানায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান আল আরিফ।
সভায় রাজশাহী মহানগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!