X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের কর্মবিরতি

ইবি প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের কর্মবিরতি দাবি আদায়ে কর্মবিরতি শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। দাবী না আদায় হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলে ঘোষণা দিয়েছে কর্মকর্তা নেতৃবৃন্দ। সোমবার সকালে প্রশাসন ভবনের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেয় তারা।

কর্মকর্তাদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই কর্মকর্তারা তিন দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করে আসছে।

সর্বশেষ প্রশাসনের আশ্বাসে প্রায় দুই মাস (২৬ জুন) আগে তারা তাদের আন্দোলন স্থগিত করে।  গত ২৭ আগস্ট কর্মকর্তাদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে ২৪৬ তম সিন্ডিকেটে দাবিগুলো পূরণ না হলে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।

কর্মকর্তাদের তিন দফা দাবি হলো একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমের সময়সীমা সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টার পরিবর্তে সকাল ৮টা থেকে দুপুর ২টা, চাকরির বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬২ বছরে উন্নীত করা এবং উপরেজিস্ট্রার ও সমমানের কর্মকর্তাদের বেতন স্কেল চতুর্থ গ্রেডে ৫০ হাজার এবং সহকারী রেজিস্ট্রার ও সমমানের কর্মকর্তাদের জন্য ষষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ টাকায় উন্নীত করা।

কিন্তু ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটে দাবি পূরণ না হওয়ায় সোমবার আন্দোলন শুরু করে তারা।

তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আবদুল লতিফ জানান, ‘সিন্ডিকেট থেকে বেতন স্কেলের বিষয়টি যাচাই বাছাই করার জন্য হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষক কাজী আখতার হোসেনকে আহ্বায়ক করে  একটি রিভিউ কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী  এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

কমিটির বাকি দুই সদস্য হলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক আহসান-উল আম্বিয়া ও উপ হিসাব পরিচালক মিন্টু কুমার বিষ্ণু।

এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা বলেন, আমাদের দাবিগুলো দীর্ঘদিনের। প্রশাসন বারবার প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করেছে, কিন্তু এখন আর কোনও সুযোগ নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলবে এবং আগামী বুধবার থেকে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

এ বিষয়ে উপাচার্য হারুণ উর রশিদ আসকারী বলেন, আমি কর্মকর্তাদের দাবির প্রতি সহানুভূতিশীল। বয়সসীমা ও বেতন স্কেলের বিষয়টি আমরা মেনে নিয়েছি এবং এ বিষয়ে প্রক্রিয়া চলছে। তবে কর্মঘন্টার বিষয়ে আমরা অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি। তারা এ বিষয়ে রাজি না। সুতরাং, এটি মেনে নেওয়া সম্ভব হচ্ছে না।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
উপজেলা নির্বাচনপ্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
বিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র