X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

হাবিপ্রবিতে শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন

হাবিপ্রবি প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৯, ১৪:০৩আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১৬:৪২
image

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মুক্তিযুদ্ধের  চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক পরিষদের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক  ড.ফাহিমা খানম এবং সাধারণ  সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মেডিসিন, সার্জারি অ্যান্ড অবস্ট্রেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. ফজলুল হক (মুক্তিযোদ্ধা)।  

হাবিপ্রবিতে শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় । ভোট গ্রহণ শেষে বিকাল ৫টা ৪০ মিনিটে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ রাজিব হাসান। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ড. জামাল উদ্দিন, ডা. সোগরা বানু জুলি ও প্রিজাইডিং অফিসার রিনতু সেন ও মাইশা ফাহমিদা। 

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ফসল শরীরতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. শ্রীপতি সিকদার ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন খান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক রোজিনা ইয়াসমিন (লাকী) ও উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. তারিকুল ইসলাম, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ পদে ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের সহকারী অধ্যাপক মো. শিহাবুল আউয়াল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জেনেটিক্স অ্যান্ড এনিমেল ব্রিডিং বিভাগের অধ্যাপক ড.আব্দুল গাফফার মিয়া, প্রচার সম্পাদক পদে বায়োকেমিস্ট্র অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সাইদ। 

২৩ সদস্য বিশিষ্ট কমিটির কোষাধক্ষ্য, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক ৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয় । এতে কোষাধক্ষ্য পদে ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বিভাগের অধ্যাপক ড.মো.মফিজ-উল-ইসলাম। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দী ডা. মাহমুদুল হাসান (সুমন) ৫ ভোট পেয়ে পরাজিত হন। সাংগঠনিক পদে ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. ইমরান পারভেজ।ডা. হায়দার আলী, দপ্তর সম্পাদক পদে ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন মো. আব্দুল মোমেন সেখ এবং তার নিকটতম প্রতিদ্বন্দী ডা. মোছা. মিসরাত মাসুমা পারভেজ ১০ ভোট পেয়ে পরাজিত হন। কমিটিতে সদস্য পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস, ড. খালেদ হোসেন, ডা. নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মাহাবুব হোসেন, ড. হাসানুর রহমান, ড. ফাহিমা বিনতে আজিজ, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাইন উদ্দিন (রাসেল), সাজেদুর রহমান (সাগর), রবিউল ইসলাম, এবং বেলাল হোসেন। 

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের চেতনা ও মুল্যবোধকে ধারন করে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান জানান এবং দলকে সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। 

 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস