X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শাবি প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩১
image

যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত হয়েছে।

শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্মসূচির মধ্যে মধ্যে ছিল জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। পরে সকাল ৭টা ৪০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
পরবর্তীতে সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. আখতারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ।
এসময় উপাচার্য ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘বাংলা একটি উন্নত ভাষা। কিন্তু এ ভাষা ইন্টারেটে ব্যবহারের ক্ষেত্রে তেমন উন্নত হয়নি। তাই শাহজালাল বিশ্ববিদ্যালয় ইন্টারনেটে বাংলার ব্যবহার সহজ করতে কাজ করে যাচ্ছে। বাংলায় শুধুমাত্র কথা বলেই ইন্টারনেটে কাজ করা যায় সেরকম সফ্টওয়ার তৈরির জন্য কাজ চলছে।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. এসএম সাইফুল ইসলাম এবং গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জহির বিন আলম, স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন, অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাস, ১ম ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. জায়েদা শারমীন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. আব্দুল গণি, শাহ পরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, আলোচনা সভা বাস্তবায়ন উপ-কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মো. মুহিবুল আলম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মুর্শেদ আহমেদ এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি সাদেক আহমেদ। 
আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন