X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

জাবিতে ভর্তি আবেদনের তারিখ পেছালো

জাবি প্রতিনিধি
১৮ মে ২০২১, ২৩:১০আপডেট : ১৮ মে ২০২১, ২৩:১০

বিগত বছরের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) ভর্তি প্রক্রিয়া অনুসরণ করে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ বছরের (২০২০-২১ শিক্ষাবর্ষ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এ ছাড়া ভর্তি পরীক্ষার আবেদন ২০ জুন থেকে শুরু হয়ে চলবে ৩১ জুলাই পর্যন্ত।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির ষষ্ঠ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক আবু হাসান।

এর আগে, ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির পঞ্চম সভায় দুই পর্বে আবেদন এবং ১ জুন থেকে ১৫ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে বলা হয়েছিল। তাছাড়া আবেদন ফি ইউনিট ভিত্তিক ১ হাজার ১০০ ও ইন্সটিটিউটগুলোতে ৭০০ টাকা করা হয়েছিলো। কিন্তু ২০১৯-২০ শিক্ষাবর্ষে ইউনিট ভিত্তিক আবেদন ফি ছিলো ৬০০ টাকা ও ইন্সটিটিউটগুলোতে ছিলো ৪০০ টাকা।

বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক আবু হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পূর্বের সভাগুলোতে বাছাইকরণ প্রক্রিয়াতে ভর্তি পরীক্ষা নিয়ে কিছু সুপারিশ ছিলো। এগুলো নিয়ে আলোচনা চলছিলো, তবে সেগুলো চূড়ান্তভাবে গৃহীত হয়নি। গতবারের প্রক্রিয়াতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফি বাড়ানো হয়নি। তবে জিপিএ গতবারের তুলনায় কিছুটা বেশি চাওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘পরীক্ষার তারিখ কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে জানানো হবে।’

 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস