X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

করোনামুক্ত হয়েও রুয়েটের সাবেক ভিসির মৃত্যু

রাবি প্রতিনিধি
২৬ জুলাই ২০২১, ১৭:০৯আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৭:০৯

করোনামুক্ত হয়ে পরবর্তী জটিলতায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক মর্ত্তুজা আলীর (৬৪) মৃত্যু হয়েছে।

রবিবার (২৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি রুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষক ছিলেন। রুয়েটের জনসংযোগ দফতরের উপ-পরিচালক গোলাম মুরতুজা প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রুয়েট সূত্রে জানা যায়, অধ্যাপক মর্ত্তুজা আলী গত ৭ জুলাই করোনায় আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে ৯ জুলাই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। ১৮ জুলাই তার করোনা নেগেটিভ আসে। কিন্তু করোনা পরবর্তী জটিলতার কারণে চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার সন্ধ্যায় তার অক্সিজেনের মাত্রা কমে যায়। রাত ২টার দিকে মৃত্যু হয়।

সোমবার (২৬ জুলাই) সকালে রুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় তার লাশ গ্রামের বাড়ি নওগাঁর মহাদেবপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রুয়েটের বর্তমান উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। একই সঙ্গে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে রফিকুল ইসলাম বলেন, ড. মর্ত্তুজা আলী ছিলেন বিনয়ী, সহজ-সরল, ধর্মপরায়ণ ও নিবেদিতপ্রাণ শিক্ষক। যার কৃতিত্ব তিনি রেখে গেছেন প্রশাসনিক ও পেশাগত ক্ষেত্রে। তার অকাল মৃত্যুতে আমরা একজন সুযোগ্য শিক্ষককে হারালাম।

/এএম/
সম্পর্কিত
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সর্বশেষ খবর
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা