X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

৬ দফা দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

কবি নজরুল কলেজ প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৩আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৩

শিক্ষার্থীদের দ্রুত করোনার টিকার আওতাভুক্ত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কবি নজরুল কলেজ সংসদ। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) কবি নজরুল সরকারি কলেজের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কবি নজরুল কলেজ সংসদের সাংগঠনিক সম্পাদক প্রিজম ফকিরের সঞ্চালনায় ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কবি নজরুল কলেজ সংসদের সভাপতি শামিম হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সংসদের স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর সংসদের সদস্য প্রিতম ফকির, কবি নজরুল কলেজ ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি মেহেদি হাসান রনি।

সমাবেশে ছাত্র ইউনিয়নের বক্তারা বলেন, সাত কলেজে অনলাইন ক্লসের নামে যেই অগ্রহণযোগ্য শিক্ষা প্রদান হচ্ছে তার তীব্র নিন্দা জানাই। আমাদের করোনার টিকার বিষয়টি শুধুমাত্র রেজিস্ট্রেশনের মধ্যেই সীমাবদ্ধ, এর কোনও কার্যকারিতা নেই। তাই ৭ কলেজের শিক্ষার্থীরা টিকা নিয়ে অনিশ্চয়তায় ভুগছে। ক্যাম্পাস খোলার এখনও সিদ্ধান্ত আসছে না। অন্যদিকে এই দেড় বছর কলেজ বন্ধ থাকায় সেশনজটসহ আগামীতে তৈরি সম্ভাব্য সমস্যাগুলো নিয়ে কোনও মন্তব্য নেই। টিকার আওতায় না এনে উদাসীনভাবে তারা শিক্ষার্থীদের পরীক্ষা হলে নিয়ে যাচ্ছে। ফলে শিক্ষার্থীরা করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ছে।

সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন কবি নজরুল কলেজ সংসদের দফতর সম্পাদক জুবাইর হোসাইন সজল, ধানমন্ডি-কলাবাগান থানা সংসদের যুগ্ম-আহ্বায়ক হোসাইন শেখসহ প্রমুখ। ছাত্র ইউনিউন কবি নজরুল কলেজ সংসদের দাবি সমূহ হলো:

(১) দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের টিকার আওতাভুক্ত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া। (২) করোনাকালীন বেতন-ফি মওকুফ করা। (৩) শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষাবৃত্তি ও রেশনিং চালু করা। (৪) অবিলম্বে ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা গ্রহণ করা। (৫) সেশনজট রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। (৬) সব শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা ও হেলথ কার্ড প্রদান করা।

/এএম/
সম্পর্কিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
মোদির বাড়ির সামনে বিক্ষোভ করতে পারলেন না কেজরিওয়ালের সমর্থকরা
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!