X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাড়ির পাশে গাছে ঝুলছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ

জবি প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৫

গোপালগঞ্জে বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় অমিতোষ হালদার নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে তার লাশ উদ্ধার করে পুলিশ।

অমিতোষ হালদার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি গোপালগঞ্জ সদর থানার পাটিকেলবাড়ি ইউনিয়নে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, করোনার মধ্যে ঢাকায় ছিলেন অমিতোষ। মাসখানেক আগে বাসায় আসেন। তবে কারও সঙ্গে সেভাবে কথা বলতেন না। পরিবারের লোকজন জিজ্ঞেস করলেও কিছু বলতেন না। আজ ভোরে বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

তিনি আরও জানান, লাশের পাশে একটা কাগজ পাওয়া গেছে। তাতে দাদা-বৌদি, বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। কোনও হুমকি-ধামকি, ব্ল্যাকমেইল বা হতাশা কথা লেখেননি। সবমিলিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা করা হয়েছে। 

এর আগে গত ১০ সেপ্টেম্বর নিজের ফেসবুকে মৃত্যু নিয়ে দুইটি ছবি পোস্ট করেন অমিতোষ হালদার। একটি পোস্টে লেখা, ‘জীবনে সবকিছুই অনিশ্চিত একমাত্র মৃত্যুই নিশ্চিত’। অপরটিতে লেখা, ‘মৃত্যু মানে কোটি মানুষের ভীড়ে শুধু সেই একটা মানুষ আর ফিরবে না’।

জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আরমান হাসান জানান, ‘দুই ব্যাচ গ্যাপ দিয়ে আমাদের সঙ্গে ক্লাস করতেন অমিতোষ দা। সিনিয়র হওয়ায় আমরা তাকে সম্মান করতাম। তবে সেভাবে মেশা হতো না। প্রয়োজন ছাড়া উনিও কথা বলতেন না। এমনিতে শান্ত প্রকৃতির মানুষ ছিলেন।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান ড. শাহ মো. নিসতার জাহান কবির বলেন, ছেলেটি গাছে রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে শুনেছি। খুব শান্ত ছিল অমিতোষ।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট উত্তরা ৬ নম্বর সেক্টরের একটি কোচিং সেন্টারের কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মো. মিজবাহ উল আজিম নামে বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। সর্বশেষ ১৩ সেপ্টেম্বর বাড্ডার একটি ছয়তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়লে ঘটনাস্থলেই মারা যান ভুগোল ও পরিবেশ বিভাগের ৮ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী চন্দন পার্সি।

/এসএইচ/
সম্পর্কিত
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা