X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জাবি ছাত্র ইউনিয়নের নেতৃত্বে রনি-নিলয়

জাবি প্রতিনিধি 
০১ নভেম্বর ২০২১, ১০:৫৫আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১১:১৪

ছাত্র ইউনিয়নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের ২৯ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের রাকিবুল রনি এবং সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের তাসবিবুল গনি নিলয়।

সংগঠনের ৩০তম সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংগঠনটি।

কমিটির অন্য সদস্যরা হলেন—সহ-সভাপতি রিফাত খান অনিক, জুবায়ের কামাল, সহকারী সাধারণ সম্পাদক হাসান জামিল, ফাহিম মুকাররাব ও সাংগঠনিক সম্পাদক ইমরান নাঈম।

কমিটির অন্যান্য দফতরে রয়েছেন—কোষাধ্যক্ষ আলিফ মাহমুদ, দফতর সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি, শিক্ষা ও গবেষণা সম্পাদক অমর্ত্য রায়, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক মাহিসুন রাশতি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সৈকত, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিয়া ইসলাম মুন, সাংস্কৃতিক সম্পাদক অর্ণব সিদ্দিকী, ক্রীড়া সম্পাদক আশফার রহমান নবীন, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইমতিয়াজ অর্ণব।

এ ছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে আছেন তুষার ধর, নুসরাত তুবা, হাসিব জামান, শাহ আজিজ আহমেদ নির্ঝর, রুবাইয়াত শারমিন সুপ্তী, রাগিব নিহাল তন্ময়, তাপস্বী রাবেয়া বসরী, নওশাদ উল সাবেরিন ও অর্ণব আদিত্য রাহি।

রবিবার (৩১ অক্টোবর) ছাত্র ইউনিয়নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের ৩০তম সম্মেলন শুরু হয়। ওইদিন দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন দশর্ন বিভাগের অধ্যাপক রায়হান রাইন।

‘আমাদের ধর্ম হোক ফসলের সুষম বণ্টন, পরম স্বস্তির মন্ত্রে গেয়ে ওঠো শ্রেণির উচ্ছেদ’ স্লোগানে শুরু হওয়া সম্মেলনের মাধ্যমে সংগঠনের জাবি সংসদের নতুন এ কমিটি ঘোষণা করা হয়। ৩০তম সম্মেলনে ১২ দফা দাবি পেশ করে ছাত্র ইউনিয়ন।

উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন জাবি ছাত্র ইউনিয়নের ২৯তম কাউন্সিলের সাধারণ সম্পাদক রাকিবুল রনি। এ সময় ছাত্র ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তুষার ধরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি তাহসীন মল্লিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাগীব নাঈম, সাংস্কৃতিক সম্পাদক শুভ বনিক, সম্মেলনের চেয়ারম্যান কাবেরী সুলতানা জ্যোতি প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শোভাযাত্রা বের করা হয়। এ ছাড়া সম্মেলনের অংশ হিসেবে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে আহমেদ কিশোর, জাহিদ জামিল, মেহেদী হক ও তুফান চাকমার আঁকা সহিংসতা বিরোধী কার্টুন প্রদর্শন করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
এবার শিক্ষকের বিরুদ্ধে ফেসবুকে জাবি শিক্ষার্থীর যৌন হয়রানির পোস্ট
তদন্ত কমিটির সঙ্গে সাক্ষাৎ শেষে অবন্তিকার মা‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে আন্তরিক হলে হয়তো মেয়েকে হারাতে হতো না’
জাবির হলের কক্ষের তালা ভাঙার চেষ্টা চালানো ছাত্রলীগ কর্মী বললেন ‘আমার ভুল হয়েছে’
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়