X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

হাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদক হতে চান ২৮৯ জন

হাবিপ্রবি প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২১, ১৬:১১আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৬:১১

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা নেওয়া হয়েছে। এই দুই পদের জন্য ২৮৯ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। 

সোমবার (১৩ ডিসেম্বর) পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত জমা নেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা সম্পাদক আব্দুল্লাহ হীল বারী ও উপ-ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান।

জীবনবৃত্তান্ত জমা নিতে হাবিপ্রবিতে আসেন তারা। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত ক্যাম্পাসে ফুলের মালা দিয়ে কেন্দ্রীয় নেতাদের বরণ করে নেওয়া হয়। বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কেন্দ্রীয় নেতাদের কাছে জীবনবৃত্তান্ত জমা দেন পদপ্রত্যাশীরা।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হীল বারী বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগের কমিটি গঠনের ক্ষেত্রে আমরা অনেক দৃঢ়ভাবে কাজ করবো। আমরা সুষ্ঠুভাবে ২৮৯টি জীবনবৃত্তান্ত জমা নিতে সক্ষম হয়েছি। কমিটি কবে নাগাদ গঠন হতে পারে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রলীগের আগামী প্রতিষ্ঠাবার্ষিকীর (৪ জানুয়ারি) আগেই কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্নের চেষ্টা করবো।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান বলেন, আমরা অনেক বড় একটি দায়িত্ব নিয়ে হাবিপ্রবিতে এসেছি। দীর্ঘ ১১ বছর কমিটিবিহীন থাকার পর ক্যাম্পাসে ছাত্রলীগের কমিটি হতে যাচ্ছে। এক্ষেত্রে আমরা অনেক যাচাই-বাছাই করে সেরা প্রার্থীকে নির্বাচিত করবো। কোনও মাদকাসক্ত ব্যক্তি কিংবা মামলায় জড়িত ব্যক্তিকে কমিটিতে আনা হবে না।

গত ২৭ নভেম্বর হাবিপ্রবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এর আগে সর্বশেষ ২০১০ সালে হাবিপ্রবি শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছিল। প্রায় একযুগ পর নতুন কমিটি আসার প্রক্রিয়ায় উচ্ছ্বসিত শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

/এএম/
সম্পর্কিত
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
কমিটিতে পদ পেতে জীবনবৃত্তান্ত জমায় ফি নেওয়া যাবে না
উপজেলা নির্বাচনজেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা