X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

হাফ ভাড়া ও সড়ক সংস্কারের দাবি ইবি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক (ইবি)
২৭ ডিসেম্বর ২০২১, ১৬:২৮আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৬:২৮

ক্যাম্পাস থেকে ঝিনাইদহ পর্যন্ত সড়ক সংস্কারসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী ও ছাত্র ইউনিয়ন।

সোমবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন তারা।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো- কুষ্টিয়া-খুলনা মহাসড়কের ঝিনাইদহ থেকে ক্যাম্পাস পর্যন্ত সড়ক দ্রুত সংস্কার, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ এবং ক্যাম্পাস থেকে কুষ্টিয়া-ঝিনাইদহ রুটে চলাচল করা সব বাসে হাফ ভাড়া নিশ্চিত করা।

বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পিয়াসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মেহেদী রাফি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর সভাপতি আব্দুর রউফ ও ছাত্র ইউনিয়ন সংসদের সভাপতি জিকে সাদিক প্রমুখ। এ সময় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে স্পিড ব্রেকার না থাকায় গড়াই পরিবহনের বাস বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে ঝড়ের গতিতে চলে। এতে দুর্ঘটনা ঘটে। প্রতিদিন শিক্ষার্থীদের এই সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। প্রশাসনকে জানালেও আশ্বাসেই আটকে গেছে। আমাদের নায্য দাবি নিয়ে কেন বারবার মানববন্ধন ও অবরোধ করতে হবে। আমাদের দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, এর আগে বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আন্দোলন ও ক্ষতিপূরণ দিয়ে আমরা কিন্তু স্বজনদের কাছে তাদের ফিরিয়ে দিতে পারিনি। তাই দুর্ঘটনার কবলে পড়ে আর কোনও মায়ের কোল খালি হওয়ার আগে দাবিগুলো কার্যকর করা হোক।

/এএম/
সম্পর্কিত
যে কারণে ১৫ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান ছাড়তে উৎসাহী হবে
কামরাঙ্গীরচরে কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল প্রকল্প বাতিলের দাবি
চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের‍্যাম্প নির্মাণে কাটতে হবে অর্ধশত গাছ, নাগরিক সমাজের বিক্ষোভ
সর্বশেষ খবর
‘সামরিক বাহিনীতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইন কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়ন জরুরি’
সামরিক বিচার ব্যবস্থা নিয়ে সেমিনারে বিমান বাহিনী প্রধান‘সামরিক বাহিনীতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইন কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়ন জরুরি’
ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরোধিতা, ২৮ কর্মীকে বহিষ্কার করলো গুগল
ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরোধিতা, ২৮ কর্মীকে বহিষ্কার করলো গুগল
বরেন্দ্র অঞ্চলে পানির জন্য বাড়ছে হাহাকার
বরেন্দ্র অঞ্চলে পানির জন্য বাড়ছে হাহাকার
চট্টগ্রামে তিন ভাইবোনকে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে তিন ভাইবোনকে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট