X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

থার্টি ফার্স্ট নাইটে যা করা যাবে না জাবি ক্যাম্পাসে

জাবি সংবাদদাতা
৩১ ডিসেম্বর ২০২১, ১৮:১৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৮:১৫

মাঝরাতে সূচনা হবে ২০২২ সালের। তবে থার্টি ফার্স্ট নাইটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে উচ্ছৃঙ্খল ও অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে কিছু বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ছাত্র-ছাত্রীদের অবশ্যই রাত ১১টার মধ্যে নিজ হলে প্রবেশ করতে হবে। পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। হলের ভেতরে বা বাইরে মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ এবং কোনও প্রকার উচ্ছৃঙ্খল আচরণ ও উসকানিমূলক বক্তব্য দেওয়া যাবে না। কোনও বহিরাগতকে হলে অবস্থান করতে দেওয়া হবে না, ক্যাম্পাসে ক্যাম্প ফায়ার, আতশবাজি ও পটকা ফোটানো যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার বিকাল ৫টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত জয় বাংলা গেট ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্য সব গেট বন্ধ থাকবে এবং বহিরাগত কোনও মোটরসাইকেল, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, কার ইত্যাদি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। বহিরাগতদের সন্ধ্যা ৬টার আগে ক্যাম্পাস ত্যাগ করতে হবে। বটতলাসহ ক্যাম্পাসের অভ্যন্তরীণ সব দোকান রাত ১১টার মধ্যে বন্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট হল প্রশাসন নিজ হলের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় তদারকির দায়িত্বে থাকবে।

সবার সহযোগিতা কামনা করে ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘বহিরাগতদের প্রবেশ বন্ধের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ে হলে প্রবেশের জন্য আমরা দিনের বেলায় মাইকিং করেছি। রাতে আবার মাইকিং করা হবে। এছাড়া যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সচেষ্ট থাকবো।’

/এফআর/
সম্পর্কিত
জাবিতে অছাত্রদের হল ত্যাগের বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে আজ
জাবিতে প্রাণিবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগে শর্ত শিথিলের অভিযোগ
যেভাবে ৫ টাকায় ৩৫০ কিমি পথ পাড়ি দিলেন জাবি শিক্ষার্থী
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া