X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার: নোটে যা লেখা আছে

চবি প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২২, ১৮:০৬আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৮:১০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এস আলম কটেজ থেকে অনিক চাকমা নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) দুপুর ১টায় কটেজের একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়। এ সময় তার টেবিলে কয়েক পৃষ্ঠার নোট পাওয়া যায়। নোটে ‌‘দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন’ এমন কিছু লেখা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহীদুল ইসলাম জানান, ‌‘দুপুর পৌনে ১২টার দিকে এস আলম কটেজের তিন-চার জন শিক্ষার্থী প্রক্টর অফিসে এসে বিষয়টি জানান। আমরা ভেতর থেকে দরজা-জানালা আটকানো দেখি। জানালার ফাঁক দিয়ে দেখা যায়, তিনি কক্ষের সিলিং ফ্যানে ঝুলছেন। পরে দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও জানান, অনিক চাকমার টেবিলে কয়েক পৃষ্ঠার নোট পাওয়া গেছে। নোট পড়ে মনে হচ্ছে দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন তিনি।

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কটেজে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

নোটে লেখা রয়েছে, ‘বড় ভাই, বাপ-মার কাছে আমি অত্যন্ত ‍দুঃখিত। আমি এমনি খুবই ডিপ্রেশনে ছিলাম। ক্লাস সিক্সে পড়ার সময় থেকে ডিপ্রেশনে...ক্লাস টেন পর্যন্ত মোটামুটি ভালো খেলাধুলা করেছি, বন্ধুবান্ধব পেয়েছি। তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ।’

একটা অপূর্ণ ইচ্ছার কথাও লেখা আছে নোটে—‘আমি টাকা গরিবদের দান করবো করবো করেও হয়ে উঠলো না। আবার এটা আমি কাউকে বলতেছি না, এটা আমার ইচ্ছা ছিল। আমার স্বপ্ন ছিল আমি সাহায্য করবো গরিব-দুঃখীদের।’

আরও লেখা রয়েছে, ‘আমি যদি বন্ধু-বান্ধবদের সাথে মিশতে ভালোভাবে পারতাম, তাহলে এটা হতো না। আমি রুমে থাকি, এজন্য আমাকে গুটিয়ে রাখতে ইচ্ছা করতো। আমি আপনাদের কাছে অযোগ্য, তবুও আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

একই কটেজের বাসিন্দা ও ফাইন্যান্স বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র ত্রিলোক প্রিয় চাকমা বলেন, অনিক কারও সঙ্গে মিশতেন না। একা একা থাকতেন। তার রুমমেট সোনাগুলা চাকমা অনার্স শেষ করে তিন মাস আগে বাড়িতে চলে গেছেন। তখন থেকে রুমে একাই ছিলেন অনিক।

অনিক রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের মোহনলাল চাকমার ছেলে। বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আগামী ৬ জানুয়ারি দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা ছিল।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন বলেন, অনিক চাকমা কী কারণে কীভাবে মারা গেছেন সেটা এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। 

/এসএইচ/
সম্পর্কিত
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
পদ্মায় গোসল করতে নেমে ৩ কিশোরের মৃত্যু
বাসের ধাক্কায় চুয়েটের ২ শিক্ষার্থী নিহত, সহপাঠীদের আলটিমেটাম
সর্বশেষ খবর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
বেসিস নির্বাচনের ৩৩ প্রার্থী
বেসিস নির্বাচনের ৩৩ প্রার্থী
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক