রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সংস্কার কাজের সময় ছাদ থেকে পড়ে আলেক নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলেক (৩৫) নগরীর বেল পুকুর থানা কাপাশিয়ার বাসিন্দা।
চিকিৎসকের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, ‘অডিটোরিয়ামের ছাদ পরিষ্কার করার সময় এক শ্রমিক পড়ে যান। সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা গেছেন।’
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা দফতর সূত্রে জানা গেছে, অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের আওতায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সংস্কারের কাজ তিনটি ধাপে হচ্ছে। এর মধ্যে সিভিলের কাজটি করছে হোসেন এন্টারপ্রাইজ। স্থানীয়ভাবে কাজটি দেখভাল করছেন বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলার বাসিন্দা মমতাজ উদ্দিন ডন।
শ্রমিকদের জন্য নিরাপদ সরঞ্জাম ছিল কি না- এমন প্রশ্নে মমতাজ উদ্দিন ডন বলেন, ‘তাদেরকে সেফটি গার্ড দেওয়া ছিল। কিন্তু যেহেতু ছাদ পরিষ্কার করছিল তাই পরেনি।’
অডিটোরিয়ামের সংস্কার কাজের দেখভালের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মিনহাজুল আলম। তিনি বলেন, ‘আমি আগে থেকে বলে দিয়েছি, ওপরের কাজ করার সময় সেফটি ব্যবহার করতে হবে। অন্যথায় কাজ করা যাবে না। শনিবার ছুটির দিন। আমাকে না জানিয়ে তারা কাজ করেছে।’
মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’