X
সকল বিভাগ
সেকশনস
সকল বিভাগ

স্মৃতিকথা ও ভালোবাসায় সাংবাদিক হাবীবুর রহমানকে স্মরণ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ২০:০২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও দৈনিক সময়ের আলোর সিনিয়র রিপোর্টার সদ্য প্রয়াত হাবীবুর রহমানের স্মরণে ‘স্মরণসভা’র আয়োজন করেছে তার সহপাঠীরা।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ‌অডিটোরিয়ামে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন প্রয়াত সাংবাদিক হাবীবুর রহমানের পরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বঙ্গবন্ধু হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা, সাংবাদিক, কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রাক্তন ও বর্তমান নেতাকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সভায় হাবীবের সহপাঠী ও সহকর্মীরা তার মৃত্যুকে রহস্যজনক উল্লেখ্য করে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন।

সভায় হাবীবুর রহমানের বাবা পেয়ার মিয়া বলেন, ‘আমার বড়ছেলে হাবীবকে আমি আমার সামর্থ্য দিয়ে কষ্ট করে লেখাপড়া করিয়েছি। আশা ছিলো ছেলে বড় হয়ে আমাদের দেখভাল করবে, অসুস্থ হলে চিকিৎসা করাবে, মারা গেলে আমার জানাজায় কথা বলবে। এখন আমাকে ছেলের লাশ কাঁধে নিতে হয়েছে। এরকম কষ্ট যাতে আপনাদের কারো না হয়। আপনাদের সঙ্গে দীর্ঘদিনের পথচলায় আমার ছেলে যদি কোনো কষ্ট দিয়ে থাকে, আমি তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি।’

হাবীবের বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ বলেন, ‘হাবীবকে আমি ক্লাসরুমে পেয়েছি। সেমিস্টার সিস্টেমের ওরা প্রথম ব্যাচের শিক্ষার্থী। তার হাসিমুখ শিক্ষক-শিক্ষার্থী সবাইকে মুগ্ধ করতো। বঙ্গবন্ধু হলের প্রশাসনিক দায়িত্বপালনের সময় আমি তাকে দেখেছি অসুস্থ শিক্ষার্থীর জন্য অ্যাম্বুলেন্স ঠিক করতে। তার যে মানবিক গুনাগুণ ও চারিত্রিক মাধুর্য ছিল সেটা অনন্য। আজকে শিক্ষক হয়ে শিক্ষার্থীর স্মৃতিচারণ করতে হচ্ছে, এটা খুবই কষ্টদায়ক।’

ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘হাবীবুর রহমান আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এবং বাংলাদেশ ছাত্রলীগের একজন নেতা ছিলেন। সাবেক হওয়ার পরও তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ছিলেন। আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করছি। হাবীব ভাইয়ের মতো একজন দেশপ্রেমিক সাংবাদিকের মৃত্যুর বিষয়টা যদি হত্যাকাণ্ড হয়ে থাকে আমরা এটির সুষ্ঠু তদন্ত ও বিচারের আশা রাখি। হাবীব ভাইয়ের রেখে যাওয়া পরিবারের পাশে আমরা বাংলাদেশ ছাত্রলীগ সবসময় থাকব।’

উল্লেখ্য, হাবীবুর রহমান ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি গত ১৯ জানুয়ারি রাত দুইটার দিকে রাজধানীর হাতিরঝিলে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।

/এমএস/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
লালগালিচায় কালো ধোঁয়া!
কান উৎসব ২০২২লালগালিচায় কালো ধোঁয়া!
যাত্রীরা বলেছেন বিমানবন্দরে সেবার মান ভালো: বিমান প্রতিমন্ত্রী
যাত্রীরা বলেছেন বিমানবন্দরে সেবার মান ভালো: বিমান প্রতিমন্ত্রী
মুশফিক-লিটনের শত রানের জুটিতে এগোচ্ছে বাংলাদেশ
মুশফিক-লিটনের শত রানের জুটিতে এগোচ্ছে বাংলাদেশ
এ বিভাগের সর্বাধিক পঠিত