X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভর্তি পরীক্ষা দিলো অন্য কেউ, শাবিপ্রবিতে ভাইভা দিতে এসে শিক্ষার্থী আটক

শাবি প্রতিনিধি 
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৯

ভর্তি কার্যক্রমে জালিয়াতির অভিযোগে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভাইভা দিতে আসা এক শিক্ষার্থীকে আটক করেছে ভর্তি কমিটি। তার নাম ইকবাল হোসেন সাঈদ। তিনি চট্টগ্রামের চকরিয়া থানার রফিকুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল বলেন, ভর্তি জালিয়াতির প্রাথমিক সত্যতা থাকায় তাকে কমিটি আটক করে। আটক শিক্ষার্থীই মূল রেজিস্ট্রেশনকারী। তবে তার হয়ে অন্য কেউ পরীক্ষায় অংশ নিয়েছিল। এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি বলেও জানান তিনি।

এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত প্রক্টর অফিসে আটক শিক্ষার্থীর জিজ্ঞাসাবাদ চলছে। 

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ইকবাল হোসেন সাঈদ নামে এক শিক্ষার্থী ভাইভা দিতে এসেছেন। এ সময় তিনি যে স্বাক্ষর দিয়েছেন তা ভর্তি পরীক্ষার ওএমআর শিট ও উপস্থিতি শিটের সঙ্গে সম্পূর্ণ পৃথক। ফলে তাকে সন্দেহজনকভাবে আটক করে ভর্তি কমিটি। পরে আটক শিক্ষার্থী ভর্তি জালিয়াতির বিষয়টি স্বীকার করেন। প্রাথমিক সত্যতা থাকায় ভর্তি কমিটি আটক ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করে।

ওই শিক্ষার্থীর বরাত দিয়ে আবু হেনা পহিল বলেন, সে স্বীকার করেছে যে সেই মূল পরীক্ষার্থী। তার হয়ে অন্য কেউ পরীক্ষায় অংশ নিয়েছিল, সে পরীক্ষায় অংশ নেয়নি। এ কাজে তাকে দুই জন সহযোগিতা করেছে। তবে কে বা কারা তাকে সহযোগিতা করেছে তা স্বীকার করেনি।

উল্লেখ্য, আটক শিক্ষার্থী চট্টগ্রামের চকরিয়া থানার বাসিন্দা। গুচ্ছ ভর্তি পরীক্ষায় বি ইউনিটের আওতায় চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল স্যায়েন্স ইউনিভার্সিটি পরীক্ষা কেন্দ্রে তার হয়ে অন্য কেউ পরীক্ষা দিয়েছিল।

/এফআর/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ
সর্বশেষ খবর
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা