X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দীর্ঘ ৩৬ দিন পর ক্লাসে ফিরলেন শাবি শিক্ষার্থীরা  

 শাবি প্রতিনিধি 
২২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৮

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন শেষে দীর্ঘ ৩৬ দিন পর যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে ফিরলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ক্লাস শুরু হয়েছে। যদিও গত ১৫ ফেব্রুয়ারি থেকে অনলাইনে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছিল। 

সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ও কোনও বিধিনিষেধ না থাকায় বিভাগগুলোতে সশরীরে ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরু হওয়ায় ক্যাম্পাস যেন প্রাণ ফিরে পেয়েছে। তবে আন্দোলন পরিস্থিতির পর গত ১৫ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন বিভাগে অনলাইনে ক্লাস শুরু হয়। 

সশরীরে ক্লাস শুরু বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কোনও বিধিনিষেধ না থাকায় ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হয়েছে। একই সভায় গত ১৪ ফেব্রুয়ারিতে বন্ধ থাকা সব আবাসিক হল খুলে দেওয়া হয়। পাশাপাশি ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয় অনলাইন ক্লাস। সেই সময়ে সিদ্ধান্ত ছিল সরকারি বিধিনিষেধ না থাকলে ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস-শুরু হবে। এ সময় সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।  

শিক্ষার্থীরাও সশরীরে ক্লাসে ফিরে আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিবেশ ছিল৷ ক্লাস-পরীক্ষা বন্ধ, হল বন্ধ। এ পরিস্থিতির অবসান ঘটিয়ে দীর্ঘদিন পরে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। সবার উপস্থিতিতে ক্লাস করে আমরা আনন্দিত। সরাসরি উপস্থিত থেকে ক্লাস করার আনন্দ আছে। 

 উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের সামনে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক পরিস্থিতি ও জরুরি অবস্থার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় শাবি। পাশাপাশি পরেরদিন দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। গত ১৬ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল।

তবে শিক্ষার্থীরা প্রশাসনের অনির্দিষ্টকালের বন্ধ প্রত্যাহার ও হল ত্যাগ না করে আন্দোলনে নামে। টানা ২৬দিন আন্দোলনের পর দাবি মেনে নেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রীর আশ্বাসে ১২ ফেব্রুয়ারি শনিবার রাতে আন্দোলন প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।  



/টিটি/
সম্পর্কিত
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পুকুরে ডুবে কলেজশিক্ষার্থীর মৃত্যু
১১ বছর পর কমিটি পেলো শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি নিয়ে সিদ্ধান্তের পরিবর্তন
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া