X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

পরিবহন সুবিধা চায় গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

গণবিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১২ মার্চ ২০২২, ১৮:৩৬আপডেট : ১২ মার্চ ২০২২, ২০:১৫

প্রতিষ্ঠার দুই যুগে পদার্পণ করতে যাচ্ছে গণ বিশ্ববিদ্যালয়। ১৯৯৮ সালের ১৪ জুলাই সাভার উপজেলার নলামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেও শিক্ষার্থীদের জন্য এখনও পরিবহনের ব্যবস্থা করা হয়নি। এ অবস্থায় যাতায়াতের ক্ষেত্রে প্রতিনিয়ত চরম বিড়ম্বনায় পড়তে হয় শিক্ষার্থীদের।

প্রতিনিয়ত পরিবহনজনিত বিভিন্ন সমস্যা ও ভোগান্তিতে পড়লেও শিক্ষার্থীরা কখনও জোরালোভাবে পরিবহনের দাবিতে মুখ খোলেননি। তবে সম্প্রতি সড়ক দুর্ঘটনা, পরিবহন শ্রমিকদের অসদাচরণ এবং বাসে যৌন হয়রানি, ধর্ষণ এবং হত্যার ঘটনা বেড়েই চলছে। বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রীদের জন্য পাবলিক বাসে পরিবহন শ্রমিকদের কাছে যৌন হয়রানির শিকার হওয়া যেন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

শিক্ষার্থীদের ভাষ্যমতে, যাতায়াতের সময় শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক হওয়ায় বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী বাসস্ট্যান্ডে থামতে চায় না বাসগুলো। দীর্ঘ সময় অপেক্ষার পর বাস পাওয়া যায়।

দূর থেকে যাতায়াতকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসতে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই সঙ্গে রাস্তায় যানজট ও যাত্রীদের চাপ থাকায় মাঝেমাঝে সকালের ক্লাসে সময়মতো উপস্থিত হতে পারছেন না শিক্ষার্থীরা।

এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, অনেক আশা করে মেয়েকে দূরে লেখাপড়া করতে পাঠিয়েছি। কিন্তু বাসে প্রতিনিয়ত যৌন হয়রানির বিষয়ে সবসময় চিন্তায় থাকি। শিক্ষার্থীদের কথা ভেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত, পরিবহনের ব্যবস্থা করা।

সাভার থেকে যাতায়াতকারী নাম প্রকাশে অনিচ্ছুক ভেটেরিনারি বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রী বলেন, বাসা থেকে বের হয়েই প্রতিদিন সকালে বাসের জন্য দীর্ঘসময় অপেক্ষা করতে হয়। অনেক সময় দাঁড়িয়ে থাকার পরও সিটিং সার্ভিস বাসগুলো নিতে চায় না। বাধ্য হয়ে যখন লোকাল বাসে উঠি তখন বিব্রতকর অবস্থায় পড়ি। যা বলার ভাষা নেই। শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের বাস থাকলে এই পরিস্থিতিতে পড়তে হতো না।

দীর্ঘদিন ধরে চলমান পরিবহন সমস্যার সমাধানের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, করোনা পরিস্থিতিতে আশানুরূপ শিক্ষার্থী ভর্তি না হওয়ায় অর্থনৈতিক সংকটের কারণে বাস কেনা সম্ভব হচ্ছে না। তবে দ্রুত পরিবহন সংকট নিরসন করা হবে। বাস কেনার চেষ্টা করছি আমরা।  

বিশ্ববিদ্যালয় জ্ঞান আহরণের সর্বোচ্চ বিদ্যাপীঠ। সেই জ্ঞান আহরণ যেন কোনোভাবে বিঘ্নিত না হয় এবং কর্তৃপক্ষ যেন সবার জন্য জ্ঞান আহরণের পথ সুগম করে, এমনটাই প্রত্যাশা গণ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের।

/এএম/
সম্পর্কিত
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
দুদিন বন্ধের পর শনিবার থেকে চলবে মেট্রোরেল
শিক্ষার্থীদের ফি থেকেই আসবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের করের টাকা! 
সর্বশেষ খবর
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪
উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি
উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি
ঈদের ছুটি শেষে ভারত থেকে ফিরছেন যাত্রীরা, ইমিগ্রেশনে ভোগান্তি
ঈদের ছুটি শেষে ভারত থেকে ফিরছেন যাত্রীরা, ইমিগ্রেশনে ভোগান্তি
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: একে একে চলে গেলেন ৩ জন
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: একে একে চলে গেলেন ৩ জন
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি