X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

৮ দিন ধরে তালা ঝুলছে প্রাধ্যক্ষের কক্ষে

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৮ মার্চ ২০২২, ১২:৪৪আপডেট : ২৮ মার্চ ২০২২, ১২:৫২

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা ছাত্র হলের প্রাধ্যক্ষ কল্যাণাংশু নাহার কক্ষে আট দিন ধরে তালা ঝুলছে। তার বিরুদ্ধে নানা অভিযোগ এনে গত ২১ মার্চ তালা ঝুলিয়ে দেন আবাসিক শিক্ষার্থীরা। রবিবার (২৮ মার্চ) সকাল পর্যন্ত সেই কক্ষ তালাবদ্ধ।

জানা গেছে, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে হলের নানা আয়োজন থাকলেও প্রাধ্যক্ষের অফিসে ঢুকতে পারেননি কল্যাণাংশু নাহা। হল সুপারের অফিসে বসেই এসব আয়োজনে অংশ নেয় হল কর্তৃপক্ষ। শৃঙ্খলা কমিটিতে নেওয়া চার শিক্ষার্থীর অগ্নিবীণা হলের আসন বাতিলের সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে তালা দেন শিক্ষার্থীরা। 

এর আগে ২০ মার্চ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির একটি সভায় শিক্ষার্থী সাগর চন্দ্র দে’কে র‍্যাগিংয়ের দায়ে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় প্রশাসন। এছাড়া হলের  চার আবাসিক শিক্ষার্থীর আসন বাতিল করা হয়। 

নানা অভিযোগ এনে গত ২১ মার্চ তালা ঝুলিয়ে দেন আবাসিক শিক্ষার্থীরা

এই ঘটনায় গঠিত তদন্ত কমিটিতে সভাপতি ছিলেন কল্যাণাংশু নাহা। প্রশাসনের এই সিদ্ধান্তে তদন্ত কমিটির প্রতিবেদনে ঘটনার যথার্থ প্রতিফলন না ঘটার অভিযোগ এনে আন্দোলন করেন শিক্ষার্থীদের একটি অংশ। এছাড়া দায়িত্বের প্রতি এই হল প্রশাসকের অনীহা নিয়ে বরাবরই অভিযোগ করে আসছেন আবাসিক শিক্ষার্থীরা।

শিক্ষার্থী তানজীম হাসান বলেন, প্রাধ্যক্ষ নিয়োগপত্রে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করার কথা উল্লেখ থাকলেও, তিনি ময়ময়নসিংহ শহরে বাসা ভাড়া নিয়ে থাকেন। তবে গত কিছু দিন ধরে তিনি ক্যাম্পাসে থাকছেন। হলের ডাইনিংয়ে খাবারের মান বৃদ্ধি নিয়ে তার কোনও উদ্যোগ নেই। হলে প্রায়ই পানি থাকে না, গ্যাসলাইনের সমস্যা প্রকট হয়ে উঠছে, ওয়াশরুমের দুর্গন্ধে আশপাশে দাঁড়ানো যায় না। এসব নিয়ে হল প্রশাসনের কোনও পদক্ষেপ দেখা যায় না।

এ বিষয়ে কল্যাণাংশু নাহা বলেন, ‘শিক্ষার্থীরা কিছু দাবি জানিয়ে আমার অফিসে তালা দিয়েছে। কিন্তু তাদের কাছ থেকে কানও দাবি পাইনি। তবে আমি নিজে খোঁজ নিয়ে যা জানতে পেরেছি তা হলো, ১২ মার্চ সাগরকে র‍্যাগিংয়ের দায়ে ২০ মার্চ শৃঙ্খলা কমিটি যে সিদ্ধান্ত নেয় তাতে তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। শৃঙ্খলা বোর্ড যেন এই সিদ্ধান্ত থেকে সরে আসে সে দাবি জানিয়েছে তারা। কিন্তু হল প্রশাসন এই প্রশ্নটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে করতে পারে না, জানাতে পারে। আমরা সেটা জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘কক্ষে তালা দেওয়ার বিষয়টি আমি প্রশাসনকে অবগত করেছি। তারা প্রশাসনিকভাবে কতদূর এগিয়েছে জানি না।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, ‘বিষয়টি নিয়ে হল প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে পারেন তারা। এ বিষয়ে উপাচার্য স্যার বলেছেন, হলের অভ্যন্তরীণ বিষয়ে হল প্রশাসন দেখবে, প্রক্টরিয়াল বডির এ বিষয়ে কোনও বক্তব্য নেই।’ 

/এসএইচ/
সম্পর্কিত
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ জনের বিরুদ্ধে দুদকের আরও এক মামলা
অস্থিরতার মধ্যেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে দুর্নীতিমুক্ত ঘোষণা করলেন উপাচার্য
ব্র্যাক বিশ্ববিদ্যালয় ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তিলোত্তমা ও সম্পাদক তাফসির
সর্বশেষ খবর
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?