X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভোগান্তি কমাতে গণ বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে রিকশাভাড়া নির্ধারণ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০২ এপ্রিল ২০২২, ২১:০৮আপডেট : ০২ এপ্রিল ২০২২, ২১:০৮

ভোগান্তি কমাতে ঢাকার সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) সংলগ্ন বাইশমাইল থেকে ক্যাম্পাস পর্যন্ত রিকশাভাড়া দশ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এক বা দুই জনের জন্য এ ভাড়া প্রযোজ্য হবে। তবে দুইয়ের অধিক যাত্রী হলে জনপ্রতি পাঁচ টাকা বেশি ভাড়া দিতে হবে।

শনিবার (২ এপ্রিল) দুপুরে স্থানীয় ইউপি সদস্য মো. শফি উদ্দিন রিকশাচালকদের সঙ্গে কথা বলে এ ভাড়া নির্ধারণ করে দেন। একই সঙ্গে যাত্রী না চাইলে রিকশায় অতিরিক্ত কাউকে না ওঠানোর নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, এ দিন বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের বেশকিছু শিক্ষার্থী রিকশাভাড়ার ভোগান্তির বিষয়টি নিয়ে ওই জনপ্রতিনিধির কাছে যান। তিনি পুরো বিষয়টি শুনে সরাসরি বাইশমাইলে সরেজমিনে পরিদর্শন করেন। রিকশাচালকদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পান।

সংশ্লিষ্ট শিক্ষার্থীরা জানান, ঘটনা শুনে ইউপি সদস্য রিকশাচালকদের সঙ্গে কথা বলে এক বা দুই জনের ক্ষেত্রে ভাড়া দশ টাকা নির্ধারণ করে দেন। যাত্রী চাইলে রিকশাচালক একা আসতে বাধ্য থাকবেন। এ নিয়ে কারও সঙ্গে খারাপ আচরণ করলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের বিষয়টি জানাতে বলা হয়েছে।

এ বিষয়ে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মেহেদী আল হাসান বলেন, ‘বেশ কয়েক মাস যাবৎ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত রিকশাভাড়া আদায় করা হচ্ছে। শিক্ষকদের সঙ্গেও চালকরা খারাপ ব্যবহার করেছেন। এখন অতিরিক্ত ভাড়া নিলে আমরা কঠোর পদক্ষেপ নেবো।’

জানা যায়, এই রুটের ভাড়া দশ টাকা নির্ধারণ করা থাকলেও গত কয়েক মাস যাবৎ অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল। অভিযোগ অনুযায়ী, একই রিকশায় অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছিল এবং জোর করে জনপ্রতি দশ টাকা করে ভাড়া নিচ্ছিলেন চালকরা। ফলে দশ টাকার ভাড়া বিশ-ত্রিশ, এমনকি চল্লিশ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছিল।

সার্বিক বিষয়ে ইউপি সদস্য মো. শফি উদ্দিন বলেন, ‘আমি ভাড়া নির্ধারণ করে দিছি। অতিরিক্ত ভাড়া নিলে তারা অন্য কোথাও চলে যাক। আগে রাস্তা খারাপ ছিল, এখন রাস্তা ভালো করে দিয়েছি। তাহলে কেন বেশি নেবে? যাত্রীদের যেন কোনোভাবে হয়রানি করা না হয়।’

/এমএএ/
সম্পর্কিত
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা