X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

গুচ্ছ প্রক্রিয়ার ভর্তি কার্যক্রমে অংশ নেবেন না ইবির শিক্ষকরা

ইবি প্রতিনিধি
২১ এপ্রিল ২০২২, ১৯:৩৭আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৯:৩৭


দীর্ঘ পাঁচ মাসে সাতটি মেধাতালিকা প্রকাশ করার পরেও ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তিতে নির্ধারিত আসন পূরণ করতে পারেনি ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রায় শতাধিক আসন ফাঁকা রয়েছে এবং এ সংখ্যা আরও বাড়তে পারে। এ অবস্থায় উল্লেখযোগ্য সংখ্যক আসন ফাঁকা রেখেই ভর্তি কার্যক্রম বন্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ অবস্থায় আগামীতে গুচ্ছ প্রক্রিয়ার ভর্তি কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, এতগুলো আসন শূন্য থাকা কোনোভাবেই কাম্য নয়। গুচ্ছে না যাওয়ার বিষয়ে আমরা আমাদের সিদ্ধান্তে অনড়। আমরা ইতোমধ্যে উপাচার্যকে আমাদের অবস্থান লিখিতভাবে জানিয়েছি। ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছ প্রক্রিয়ায় গেলে শিক্ষকরা আর ভর্তি কার্যক্রমে অংশ নেবেন না।
 
আসন খালি রেখে ভর্তি কার্যক্রম বন্ধ করার বিষয়টি বৃহস্পতিবার (২১ এপ্রিল) বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া। 

তিনি বলেন, ভর্তি কার্যক্রম বন্ধের বিষয়ে বিভিন্ন অনুষদের ডিনদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া, ইউজিসি থেকেও এ সংক্রান্ত নির্দেশনা রয়েছে। এছাড়া, এখনও অনেক শিক্ষার্থী ভর্তি বাতিল করছেন। সংশ্লিষ্ট বিভাগগুলো তথ্য হালনাগাদ করার পরে ফাঁকা আসনের সংখ্যা বাড়তে পারে।  

আইসিটি সেল থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ফোকলোর স্টাডিজ বিভাগে মাত্র ৩২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন অর্থাৎ সর্বোচ্চ ৪৮টি আসন ফাঁকা রয়েছে। যা বিভাগসমূহের মধ্যে সর্বোচ্চ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছর ২০২০-২১ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে সর্বমোট দুই হাজার ৯৫টি আসনে ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে তিনবার মেধা তালিকা প্রকাশ করার পরেও এক হাজার ২৭০টি আসন ফাঁকা থাকে। পরে এ সব আসন পূরণে গত ১৪ ফেব্রুয়ারি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। সর্বশেষ প্রায় পাঁচ মাস পরে সপ্তম মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষেও অন্তত ৯৩টি আসন খালি রয়েছে।

এদিকে, আসন ফাঁকা রেখে ভর্তি কার্যক্রম বন্ধের সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ভর্তিচ্ছু ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, এতগুলো আসন ফাঁকা রেখে ভর্তি কার্যক্রম বন্ধ করা ঠিক হয় নি। ভর্তি বন্ধের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানান তিনি। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, শিক্ষার্থী ভর্তি না হলে তো আমাদের করার কিছু নেই। অনেক বিশ্ববিদ্যালয়েই আসন ফাঁকা রয়েছে। ইউজিসি থেকে অনির্দিষ্টকালের জন্য ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়ে ক্লাস শুরু করতে বলা হয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবির ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৩ জুলাই
সর্বশেষ খবর
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা