X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
ঢাবির হলে শিক্ষার্থীদের ঈদ

ক্যারিয়ারের টানে বাড়ি যাওয়া হলো না

আবিদ হাসান
০২ মে ২০২২, ২৩:৫৭আপডেট : ০২ মে ২০২২, ২৩:৫৭

ঈদের লম্বা ছুটিতে গ্রাম ছেড়ে ঢাকায় পড়তে আসা সব শিক্ষার্থীই মুখিয়ে থাকে বাড়ির দিকে। দূর গ্রামে মা-বাবাও পথ চেয়ে থাকেন সন্তানরা আসবে বলে। তবে 'প্রয়োজন' সব কিছুই থামিয়ে দেয়। আর তাই একটা চাকরি অথবা ক্যারিয়ার কিংবা ভবিষ্যতের কথা ভেবে অনেক ছাত্র-ছাত্রীই এবার ঈদ করবেন এই কংক্রিটের শহরে।

করোনা মহামারিতে শিক্ষায় দীর্ঘ জট পুষিয়ে নিতে ২৬ এপ্রিল পর্যন্ত খোলা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সেমিস্টারের শেষ প্রান্তে এসে ছিল ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশন। ঈদের বন্ধ ঘোষণা হওয়ার পরই খালি হতে থাকে হলগুলো। তবে একেবারে শূন্য হয়নি ঢাবির হলগুলো।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিটি হলেই গড়ে শ’খানেক শিক্ষার্থী থেকে গেছেন। তাদের সবার উদ্দেশ্য আসন্ন বিসিএস-এ সাফল্য অর্জন।

এছাড়াও রয়েছে আরও শত ব্যস্ততা। ক্যারিয়ার ভাবনাতেই মূলত তাদের সবার ঈদ কাটবে হলে।

পরিবারকে ছেড়ে ঈদের দিন কাটানো বেশ বেদনার। তবু তারা জানালেন, এবার ‘স্যাক্রিফাইস’ করেছেন ঈদ আনন্দ।

তাদের অনেকের সঙ্গে কথা বলে জানা গেলো, ঈদের নামাজ শেষ করে অধিকাংশই সময় কাটাবেন রিডিং রুমে। কেউ খানিকটা ঘোরাঘুরি সেরে নেবেন।

ঈদে ক্যান্টিন বন্ধ থাকায় খাবার নিয়েও দুশ্চিন্তায় আছেন কেউ কেউ। নিজেদের মতো করে ব্যবস্থা করে নিচ্ছেন তারা। নীলক্ষেতের রেস্তোরাঁ বা জগন্নাথ হলের ক্যান্টিনেও যাবেন কেউ কেউ। তবে ঈদের দিনের জন্য বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন থেকে রয়েছে বিশেষ খাবারের ব্যবস্থা।

বঙ্গবন্ধু হলের শিক্ষার্থী আসিফ মাহমুদ বাড়ি যাননি। বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেবেন তিনি। বাংলা ট্রিবিউনকে আসিফ বলেন, এখন ঈদ উদযাপনে বাড়ি গেলে পড়ালেখার ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। তাই এখানেই ঈদ করছি।'

তিনি বলেন, ‘অবশ্যই কিছুটা খারাপ লাগা কাজ করছে। তবে এটাকে স্যাক্রিফাইস হিসেবে ধরে নিলাম। ভবিষ্যতে পরিবারকে ভালো রাখবো বলেই এখন পরিবার থেকে দূরে আছি।’

হাজী মুহাম্মদ মহসীন হলের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাবিল হাসান বাড়ি যাননি কোচিংয়ের ভর্তি পরীক্ষার্থী শিক্ষার্থীদের সময় দিতে। ঢাবিতে ভর্তিচ্ছুদের নিয়ে একটি ব্যাচ শুরু করেছিলেন তিনি। শিক্ষার্থী বাড়তে থাকায় তার দায়িত্বও বাড়ে।

বাড়িতে যাওয়ার তীব্র ইচ্ছে থাকলেও ওই শিক্ষার্থীদের স্বপ্নপূরণের কথা ভেবে রয়ে গেছেন তাদের সঙ্গে।

নাবিল আরও জানান, ক্যান্টিন বন্ধ হয়ে যাওয়ায় খাবারের কষ্ট হচ্ছিল। তবে বাকিদের সঙ্গে সমন্বয় করে খাবারের আয়োজন করা হয়েছে। আবার তার কোচিংয়ের শিক্ষার্থীরাও তার জন্য খাবার নিয়ে আসবে বলে জানালেন নাবিল।

তিনি বললেন, এবারের ঈদ ভিন্ন অভিজ্ঞতা দেবে। সকালে উঠে ঢাবির কেন্দ্রীয় মসজিদে নামাজ শেষে প্রিয় ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হবে। হবে জমপেশ ঘোরাঘুরি।

সূর্যসেন হলের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বললেন, ‘দুই বছর করোনার কারণে পড়াশোনায় বিশাল গ্যাপ হয়েছে। সময়মতো গ্র্যাজুয়েশন শেষ না হওয়ায় বিব্রতকর অবস্থায় পড়েছি। এলাকায় গেলেই মানুষ জানতে চায় এখনও কিছু করছি না কেন। একটা কিছু করতে পারলে গর্ব করে বাড়ি যাবো।’

তবে এও বললেন, ঈদটা বাবা-মা, ভাই-বোনদের সঙ্গে  করতে না পারাটা কষ্টের। কষ্টটা মুখে প্রকাশ করা যায় না।

তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসে ঈদ উদযাপন অন্যরকম একটা অভিজ্ঞতা। ঈদের দিন সকালে হল প্রশাসন সেমাই খাওয়াবে। দুপুরেও উন্নতমানের খাবার আছে। বাকি সময় নীলক্ষেত আছে, জগন্নাথ হলের ক্যান্টিন আছে।’

হলে ঈদ উদযাপন প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক আবদুল বাছির বলেন, ‘বন্ধগুলো মূলত বাড়ি যাওয়ার জন্য দেওয়া হয়। তারপরও কিছু শিক্ষার্থী পরীক্ষাসহ নানা কারণে হলে থাকেন। তাদের জন্য ঈদের দিন বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। সকালের নাস্তায় পরোটা, ভাজি ও ডিম এবং দুপুরে থাকবে পোলাও, ডিম, মুরগির রোস্ট, খাশি বা গরুর রেজালা ও কোমল পানীয়।’

সব হলেই এ ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

/এফএ/
সম্পর্কিত
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবির ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার
ঈদ ঘিরে সক্রিয় মৌসুমি অপরাধীরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
সর্বশেষ খবর
কেনাকাটার একাল-সেকাল
অনলাইন শপিংকেনাকাটার একাল-সেকাল
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের