X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

জাবির বাসে জুনিয়রকে পেটালেন সিনিয়ররা

জাবি প্রতিনিধি
১৫ মে ২০২২, ২০:৫৩আপডেট : ১৫ মে ২০২২, ২০:৫৩



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্টুডেন্ট বাসে এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. সংগ্রাম ইসলাম। তিনি গণিত বিভাগের তৃতীয় বর্ষের (৪৮ ব্যাচের) আ.ফ.ম কামালউদ্দিন হলের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বাসে করে ক্যাম্পাস থেকে বঙ্গবাজারে যাওয়ার পথে টেকনিক্যালে এ হামলার ঘটনা হয় বলে জানান সংগ্রাম। পরে তিনি শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর বিচার চেয়ে লিখিত অভিযোগ দেন।

লিখিত অভিযোগে সংগ্রাম বলেন, ‘বৃহস্পতিবার বিকাল চারটার বঙ্গবাজার থেকে একতলা বাসে ঢাকায় যাচ্ছিলাম, টেকনিক্যালের কাছাকাছি বাস আচমকা ব্রেক করলে আমি ভারসাম্য হারিয়ে কাঁধে ও বুকে আঘাত পাই। পরে এভাবে ব্রেক কেন করলেন, ড্রাইভারের কাছে জানতে চাইলে এক সিনিয়র শিক্ষার্থী উগ্রভাবে বলেন 'হাত ছিল না তোর'। আমি তাকে বলি, দুপুরে খাওয়া হয়নি, আর দুটো ব্যাগের জন্য ব্যালেন্স রাখতে পারিনি। আমার কথা শেষ না হতেই ওই সিনিয়র ভাই আমাকে ব্যাচ কত, জিজ্ঞেস করেন। এ সময় তার সঙ্গে আরও দুই-তিনজন এসে যুক্ত হন।’

অভিযোগে শিক্ষার্থী আরও বলেন, ‘পরিচয় ও ব্যাচ জানার পর সিনিয়র শিক্ষার্থীরা আমাকে গালি দিয়ে বাস থেকে নেমে যেতে বলেন। এক পর্যায়ে বাস থামিয়ে আমাকে জোরপূর্বক নামিয়ে দেওয়া হয়। এ সময় আমার মাথায় জোরে জোরে ঘুষি ও থাপ্পড় মারা শুরু করেন তারা। পরে স্ট্যাম্প দিয়ে আমার আমার পায়ে পেটানো হয়, এতে স্ট্যাম্পটি ভেঙে যায়।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ফিরোজ-উল হাসান বলেন, ‘আমরা ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ পেয়েছি। যেহেতু হামলাকারীদের ওই শিক্ষার্থী চিনতে পারেননি। এ জন্য তদন্ত করতে একটু সময় নিচ্ছি। সুষ্ঠু বিচারের জন্য যা যা করার প্রয়োজন আমরা সবটুকু করবো।’

 

/টিটি/
সম্পর্কিত
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
জাবিতে অছাত্রদের হল ত্যাগের বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে আজ
জাবিতে প্রাণিবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগে শর্ত শিথিলের অভিযোগ
সর্বশেষ খবর
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানের মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানের মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি